ভারত: ২০২/১০ (রাহুল-৫০, অশ্বিন-৪৬) ও ৮৫/২ (পূজারা-৩৫*)
দক্ষিণ আফ্রিকা: ২২৯/১০ (পিটারসেন-৬২, বাভুমা-৫১, শার্দূল-৬১/৭)
দ্বিতীয় দিনের শেষে ৫৮ রানে এগিয়ে ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা খেল ভারতীয় টপ অর্ডার। দলের দুই স্তম্ভ দুই ওপেনার কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে রীতিমতো চাপে ফেলে দিলেন প্রোটিয়া বোলাররা।
বিরাট কোহলি (Virat Kohli) পিঠে চোট পাওয়ায় প্রথমবার টেস্টে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রাহুল। গুরুভার কাঁধে নিয়েও গত ইনিংসে একা গড় সামলেছিলেন তিনি। দুরন্ত হাফ সেঞ্চুরি করেন তিনি। ভারতের অন্য ব্য়াটাররা ক্রিজে টিকতে না পারলেও অবশ্য দলকে খানিকটা এগিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (৪৬)। তবে এদিন দ্বিতীয় ইনিংসে বেসামাল ভারত। জ্যানসেন ৮ রানে ফেরালেন রাহুলকে। আর মায়াঙ্ক ফিরলেন ২৩ রানে। দিনের শেষে ক্রিজে রয়েছেন পূজারা (৩৫*) ও অজিঙ্ক রাহানে (১১*)। যাঁদের ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ফলে ১০০ গণ্ডি পেরনোর আগেই ভারত দুই উইকেট খোয়ানোয় যে রাহুল দ্রাবিড়ের কপালের ভাঁজ গভীর হল, তা বলাই বাহুল্য। এবার হনুমা বিহারী, পন্থ, অশ্বিনরা ক্রিজে টিকতে না পারলে ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী হয়ে যেতেই পারে।