সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে স্কুল ভবনের ভিতরেই গণধর্ষিতা হল ১২ বছরের এক নাবালিকা। এই ঘটনায় অভিযুক্ত ১২ থেকে ১৫ বছরের পাঁচ নাবালক। গোটা ঘটনায় হতবাক পুলিশও। অভিযুক্তদের আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মোরাদাবাদ জেলার। নির্যাতিতা এবং অভিযুক্তরা দলিত সম্প্রদায়ের। কথায় ভুলিয়ে মেয়েটিকে তার বাড়ির কাছের ফাঁকা স্কুল ভবনে নিয়ে যায় অভিযুক্তরা। ঠান্ডা পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে খাওয়ায়। এরপরই ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তরা সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।
নির্যাতনের ভিডিও-ও তোলে অভিযুক্ত নাবালকেরা। ঘটনার কথা প্রকাশ্যে আনলে সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে দেওয়া হবে বলে হুমকি দেয়। এক প্রতিবেশী কোনওভাবে ওই ভিডিও দেখে ফেলেন এবং নাবালিকার মাকে গিয়ে জানান। এরপর ২০ মে নির্যাতিতার মা স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। পুলিশকে তিনি জানান, ৮ মে সন্ধ্যায় মেয়ে বাড়ির সামনেই খেলছিল। তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় অভিযুক্ত পাঁচ নাবালক। ইন্সপেক্টর মণীশ সাক্সেনা বলেন, "নির্যাতিতা ও পাঁচ অভিযুক্ত দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। একই এলাকায় বাস করে ওরা। অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।"
