shono
Advertisement

ভোররাতে অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৪, গুরুতর আহত আরও ৪

ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
Posted: 08:47 AM Feb 14, 2021Updated: 08:49 AM Feb 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু অন্তত (Road Accident) ১৪ জন তীর্থযাত্রীর। আশঙ্কাজনক অবস্থা আরও অন্তত ৪ জনের। রবিবার ভোরে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কারনুল জেলার মাদারপুরম গ্রামের ভেলদুর্থি মণ্ডলের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিতোরের মদনাপল থেকে একদল তীর্থযাত্রী রাজস্থানের আজমেড়ের দিকে যাচ্ছিলেন। রবিবার ভোর তিনটে-সাড়ে তিনটে নাগাদ তীর্থযাত্রীদের মিনি ভ্যানটির সঙ্গে উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ৮ মহিলা, ৫ পুরুষ ও এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাকি ২ ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

[আরও পড়ুন: রাহুলের ‘হম দো হামারে দো’র পালটায় গান্ধী পরিবারকে খোঁচা নির্মলার, কী বললেন অর্থমন্ত্রী]

জানা গিয়েছে, মিনি ভ্যানটিতে ১৮জন ছিলেন। ছিন্নভিন্ন অবস্থায় ঘটনাস্থল থেকে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, শুক্রবার রাতেও অন্ধ্রপ্রদেশের ভাইজাগের আরাকু ঘাট রোডেও গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছিল। ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।

[আরও পড়ুন: রাম মন্দির তহবিলে জমা পড়েছে দেড় হাজার কোটি টাকারও বেশি, জানাল ট্রাস্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement