সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগোর বিমান বিভ্রাটের ঘটনায় অবশেষে জমা পরেছে প্রথম রিপোর্ট। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিমান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-র যুগ্ম মহাপরিচালক সঞ্জয় কে ব্রাহ্মণের নেতৃত্বে একটি তদন্ত কমিটি এই রিপোর্ট জমা দিয়েছে। যদিও এই গোপন রিপোর্টে কী রয়েছে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, এই রিপোর্টের কপি জমা দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রাম মোহন নাইডু এবং অসামরিক বিমান পরিবহণ সচিব সমীর কুমার সিনহার কাছে। পাশাপাশি, আগামী সোমবার মুখ বন্ধ খামে এই রিপোর্ট জমা পরবে দিল্লি হাই কোর্টে।
এই রিপোর্টে তৈরির প্যানেলে সঞ্জয় কে ব্রাহ্মণের সঙ্গে ছিলেন আরও তিনজন। ডিজিসিএ-র ডেপুটি ডিরেক্টর জেনারেল অমিত গুপ্ত, সিনিয়র ফ্লাইট অপারেশনস ইনস্পেক্টর ক্যাপ্টেন কপিল মাঙ্গলিক এবং ফ্লাইট অপারেশন্স ইনস্পেক্টর ক্যাপ্টেন রামপাল।
ডিসেম্বরের শুরুতে দেশ জুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর ফ্লাইট পরিষেবা। সেই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তরফে এই বিষয়ে বিবৃতি জারি করে বলা হয়, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু এই নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, কেন এই বিপর্যয় তার কারণ অনুসন্ধান করার প্রয়োজন রয়েছে। যার জেরেই খোদ পরিবহণমন্ত্রী এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন? কার ভুলে এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কথা মাথায় রেখেই এই তদন্ত।
