shono
Advertisement
Bihar

বিহারে ট্রায়ালেই ভেঙে পড়ল ১৩ কোটির রোপওয়ে, 'ক্রনিক দুর্নীতি' থেকে রক্ষে নেই 'ডাবল ইঞ্জিনে'ও!

রাজ্যে উন্নয়ন ও ‘বিকাশ’-এর প্রতীক হিসাবে প্রচার করা হচ্ছিল নতুন রোপওয়েটিকে।
Published By: Kishore GhoshPosted: 02:27 PM Dec 27, 2025Updated: 04:13 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার বদলালেও বিহারের 'দুর্নীতির ক্রনিক অসুখ' সারছে না। এবার জেডিইউ-বিজেপিশাসিত বিহারে ভেঙে পড়ল ১৩ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মীত একটি রোপওয়ে। রোহতাস জেলায় পরীক্ষামূলক যাত্রাতেই ভেঙে পড়েছে ছয় বছর ধরে তৈরি হওয়া ওই রোপওয়েটি। তবে দুর্ঘটনায় হতাহতের খবর নেই। কেন দুর্ঘটনা ঘটল জানতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন? প্রশ্ন উঠছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই কি রোপওয়ে ভেঙে পড়েছে?

Advertisement

চৌরাসন মন্দিরের ভক্তদের সুবিধার্থে এবং রোহতাসগড় দুর্গে পর্যটকদের যাতায়াত সহজ করার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম লিমিটেড রোপওয়েটি তৈরি করেছে। দুর্ঘটনার সময় চারটি ট্রলি ঝুলন্ত অবস্থায় এগোচ্ছিল তারের পথ ধরে। প্রকল্পের কর্মী এবং আধিকারিকের উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। বিহার রাজ্য পুল নির্মাণ নিগম লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়র খুরশিদ করিম বলেন, লাইনে পরীক্ষা চলছিল, সেই সময় অতিরিক্ত ওজনের কারণে এক জায়গায় আটকে যায় ট্রলি। তখনই দুর্ঘটনা ঘটে।

খুরশিদের দাবি, এখনও লাইনের এখনও কিছু কাজ বাকি রয়েছে। জানান, কলকাতা থেকে বিশেষজ্ঞ দল আসছে, তারা সম্পূর্ণ পথ পরীক্ষা করে দেখবেন। প্রকল্পের সিনিয়র ইঞ্জিনিয়র আশ্বস্ত করেন, নিরাপত্তার বিষয়ে যতক্ষণ না নিশ্চিত হচ্ছে কর্তৃপক্ষ, ততক্ষণ পরিষেবা চালুর অনুমতি দেওয়া হবে না। যদিও বিরোধীদের বক্তব্য, নিম্নমানের নির্মাণের কারণেই দুর্ঘটনা ঘটেছে। আসল কারণ 'দুর্নীতির ক্রনিক অসুখ'।

এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ রাম বলেন, "ঘটনাটি বিহার সরকারের অভ্যন্তরে দুর্নীতির ফল। নির্মাণের সময়েই মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কিন্তু কমিশনের প্রলোভনে এনডিএ সরকার তা উপেক্ষা করেছে।" একইসঙ্গে রাম উচ্চ পর্যায়ের তদন্ত এবং নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খুরশিদের দাবি, এখনও লাইনের এখনও কিছু কাজ বাকি রয়েছে।
  • দুর্ঘটনার সময় চারটি ট্রলি ঝুলন্ত অবস্থায় এগোচ্ছিল তারের পথ ধরে।
Advertisement