সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এক সিবিআইয়ের আইনজীবীর গাড়িতে বেপরোয়া গতিতে ধাক্কা আরও চারচাকা গাড়ির। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। মৃতের নাম শেখ আদিল নবী। তবে এটি নিছকই একটি দুর্ঘটনা নাকি খুন? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাতীয় সড়কের উপর দিয়ে ওই আদিলের গাড়িটি যাচ্ছিল। আচমকা বেপরোয়া গতিতে পিছন থেকে আসা অন্য একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। মুহূর্তে রাস্তার ধারে ছিটকে যায় যুবকের গাড়িটি। ঘটনার পর ঘাতক গাড়িটি অপেক্ষা না করেই সেখান থেকে পালিয়ে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় আদিলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা না কি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রামবানের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট অরুণ গুপ্ত বলেন, "আদিল সিবিআইয়ের একজন আইনজীবী ছিলেন। তিনি চণ্ডীগড়ে কর্মরত ছিলেন। মাস দুয়েক আগে তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন।"
