shono
Advertisement
Bihar

বিয়েবাড়িতে পার্কিং নিয়ে অশান্তির জেরে চলল গুলি! বিহারে মৃত ২, আহত আরও ৫

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 01:08 PM Apr 21, 2025Updated: 01:08 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে অশান্তি। যার জেরে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জনের। আহত হয়েছেন আরও ৫ জন। গত রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। সোমবার এই তথ্য প্রকাশ্যে আনার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, ভোজপুর জেলার গড়হানি থানা এলাকার লাহারপা গ্রামে রবিবার এক বিয়ের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ৯টা নাগাদ সেখানে গাড়ি পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। দুই পক্ষের মধ্যে ঝামেলা চলাকালীন হঠাৎ একপক্ষের লোকজন অন্য পক্ষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মৃত ওই দুজনের নাম লবকুশ ও রাহুল। আরও ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় ভোজপুর জেলা সদর দপ্তর আরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা গুলি চালিয়েছিল তা জানার চেষ্টা চলছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়েবাড়ির অনুষ্ঠানে গাড়ি পার্কিং নিয়ে অশান্তি জেরে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জনের।
  • রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিহারের ভোজপুর জেলায়।
  • গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement