shono
Advertisement
Haryana

খাবার দেওয়ার নামে ডেকে ভিক্ষুক কিশোরীকে গণধর্ষণ! গর্ভপাতও করাল অভিযুক্তরা

শিশু সুরক্ষা দপ্তরের অভিযোগ পেয়ে তদন্তে নামল পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 02:15 PM Jan 18, 2025Updated: 02:17 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় ১৬ বছরের ভিক্ষুক কিশোরীর উপর চরম বর্বরতার ঘটনা সামনে এল। খাবারের লোভ দেখিয়ে ওই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ এক অটোচালক-সহ তিন যুবকের বিরুদ্ধে। এমনকী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোর করে গর্ভপাত করানো হয় কিশোরীর। শেষ পর্যন্ত শিশু সুরক্ষা দপ্তরের অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ফরিদাবাদ শহরের। সেখানে একটি রাস্তার ধারে ভিক্ষা করত কিশোরী। তার আয়েই কোনও মতে মদ্যপ বাবা, ভাইকে নিয়ে তিন জনের সংসার চলত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এক অটোচালকের কথা। যিনি মাঝেমধ্যে খাবার দিতেন কিশোরীকে। ঘটনার কদিন আগে কিশোরের ভাই নিখোঁজ হয়। ভাইকে খুঁজে দেওয়া এবং খাবার দেওয়ার আছিলায় নিজের অটোয় কিশোরীকে তুলে নেন অভিযুক্ত।

অভিযোগ, একটি বাড়িতে নিয়ে গিয়ে অটোচালক এবং আরও এক যুবক একাধিক বার ধর্ষণ করেন কিশোরীকে। পরে এক প্রতিবেশীও কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনা যাতে জানাজানি না হয় তার জন্য কিশোরীকে হুমকি দেওয়া হয়। কিছুদিন আগে ভিক্ষুক কিশোরীর শারীরিক পরীক্ষা করান অভিযুক্তরা। দেখা যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এরপর তার গর্ভপাত করায় অভিযুক্তরা। গর্ভপাতের জেরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে খবর পায় রাজ্যের শিশু সুরক্ষা দপ্তর। তাদের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অটোচালক-সহ তিন অভিযুক্তকে। তাঁদের বিরুদ্ধে পক্সো আইনি মামলা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, ঘটনাটি ফরিদাবাদ শহরের।
  • একটি বাড়িতে নিয়ে গিয়ে অটোচালক এবং আরও যুবক একাধিক বার ধর্ষণ করেন কিশোরীকে।
Advertisement