বড়দের বেপরোয়া আনন্দের জেরে মর্মান্তিক মৃত্যু হল ৩ বছরের শিশুকন্যার। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে লাইডস্পিকার ভাড়া করে আনা হয়েছিল পাড়ায়। ২৬ জানুয়ারি সকালে তারস্বরে গান চলছিল ওই বক্সে। পাশেই খেলছিল স্থানীয় বাসিন্দা একটি শিশু। আচমকা তার ঘাড়ে উপরে দু'টি লাউডস্পিকার পড়ে। ঘটনাস্থলেই চাপা পড়ে মৃত্যু হয়েছে শিশুটির। এই ঘটনার অভিযোগ পেয়ে গাফিলতির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
মুম্বইয়ের আম্বেদকর নগরে ঘটেছে দুর্ঘটনাটি। মৃত্যু হয়েছে জাহ্নবী রাজেশ সোনকর নামের ৩ বছরের শিশুটির। সে লাইডস্পিকারের পাশে খেলছিল। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি বেশ কিছু জামাকাপড় সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেই কাপড় বক্সের তারে আটকে যায়। টান পড়তেই দু'টি ভারী বক্স শিশুটির ঘাড় ও মাথার উপরে আছড়ে পড়ে। মাথায়, বুকে গুরুতর আঘাত লাগায় মৃত্যু হয়েছে শিশুকন্যার।
স্থানীয়দের অভিযোগ, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান আযোজকদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। নিরাপদ জায়গায় বক্সটিকে রাখা হলে এই দুর্ঘটনা ঘটত না। অন্যতম আয়োজক বিনোদ পারমার ও সায়াদ গুরানের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।
