shono
Advertisement
Airports reopen

সংঘর্ষবিরতির পর ৩২ বিমানবন্দরের 'তালা' খুলল কেন্দ্র, চালু পরিষেবা

ভারত-পাক উত্তেজনায় ৩২টি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
Published By: Amit Kumar DasPosted: 01:08 PM May 12, 2025Updated: 05:47 PM May 12, 2025

সোমনাথ রায়, শ্রীনগর: ভারত-পাক সংঘর্ষবিরতির পর অবশেষে শান্তি ফিরেছে সীমান্তে। এই পরিস্থিতে দেশের অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করতে উদ্যত হল ভারত সরকার। দুই দেশের উত্তেজনার জেরে দেশের যে ৩২টি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সোমবার নতুন করে তা চালু করা হয়েছে।

Advertisement

পহেলগাঁওয়ের জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরম আকার নেয় গত ৭ মে থেকে। আকাশপথে পাকিস্তানের লাগাতার ড্রোন হামলার জেরে যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গত ৯ মে বিবৃতি জারি করে কেন্দ্র। যেখানে উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী রাজ্যগুলির ৩২টি বিমানবন্দরে ১৪ মে পর্যন্ত অসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করা হয়। নির্দেশ অনুযায়ী ১৫ মে থেকে খোলার কথা ছিল বিমানবন্দরগুলি। তবে পরিস্থিতির পরিবর্তন হয় গত শনিবার। পাকিস্তানের তরফে আসা সংঘর্ষবিরতির প্রস্তাব সমর্থন করে ভারত। ওইদিন বিকেল ৫টা থেকে কার্যকর হয় সংঘর্ষবিরতি। সীমান্তপারে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লড়াই শান্ত হওয়ার পর নির্ধারিত সময়সীমার আগেই সোমবার বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বিমানবন্দর চালু করার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে।

যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের যে ৩২টি বিমানবন্দর ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল, অধমপুর, অম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাতিন্ডা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ার, দিন্ডন, জয়সলমেঢ়, জম্মু, জামনগর, যোধপুর, খান্ডলা, কাংরা, কেশুধ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস ও উত্তরলাই। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দেওয়ার পর সোমবার সকাল ১০টা থেকে বেশিরভাগ বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হয়েছে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে আতঙ্কের ছায়া সরে যাওয়ার পর গতকালই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছিলেন, এবার শ্রীনগর বিমানবন্দরে বিমান পরিষেবা চালু করা হতে পারে। যুদ্ধবিরতির পর অবশেষে ভোগান্তি শেষ হল যাত্রীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংঘর্ষবিরতির পর দেশের অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করতে উদ্যত হল ভারত সরকার।
  • দুই দেশের উত্তেজনার জেরে দেশের যে ৩২টি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
  • সোমবার নতুন করে তা চালু করা হয়েছে।
Advertisement