সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের জঙ্গি দমনে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। শুক্রবার সকালেই কাশ্মীরের (Kashmir) কুপওয়ারায় খতম হল ৪ জঙ্গি। পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (LoC) থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল তারা। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে নিকেশ হয়। প্রসঙ্গত, গত শুক্রবারই কুপওয়ারাতে তল্লাশি অভিযানের সময় ভারতীয় নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয়েছিল ৫ বিদেশি জঙ্গি।
জানা গিয়েছে, শুক্রবার সকালে কুপওয়ারার মছল সেক্টর থেকে পাক জঙ্গিদের অনুপ্রবেশের খবর মেলে। পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জঙ্গলে ঘেরা এলাকা থেকেই ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই জঙ্গিরা। তারপরেই জঙ্গিদের আটকায় ভারতীয় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গুলির লড়াইয়ে নিকেশ হয় ৪ জঙ্গি। তবে তাদের পরিচয় নিয়ে বিশদ তথ্য জানা যায়নি।
[আরও পড়ুন: খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু, বাড়ির সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
ভারতীয় সেনার তরফে টুইট করে জঙ্গিদের নিকেশের খবর দেওয়া হয়। জানা গিয়েছে, নিহত জঙ্গিদের থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই অস্ত্রগুলি আসলে সেনাবাহিনীতে ব্যবহার করা হয়। এখনও লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।
প্রসঙ্গত, গত শুক্রবারেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয় পাঁচ জঙ্গি। সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু করে জঙ্গিরা। কুপওয়ারার জুমাগান্দ এলাকায় দু’পক্ষের প্রায় দু’ঘণ্টা লড়াই চলে। তাতেই মৃত্যু হয়েছিল পাঁচ জঙ্গির। ওই জঙ্গিদের সাহায্যেই ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল পাক সন্ত্রাসবাদীরা, প্রাথমিকভাবে সেটাই অনুমান নিরাপত্তাবাহিনীর।