shono
Advertisement
Uttar Pradesh

মাটি সংগ্রহ করতে গিয়ে ধসের কবলে, উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪

আরও একাধিক মহিলা মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 10:54 AM Nov 12, 2024Updated: 11:38 AM Nov 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কাসগঞ্জে। মাটি খুঁড়তে গিয়ে ধস নেমে মৃত্যু হল ৪ মহিলার। পাশাপাশি আরও বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের অবস্থা অতন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারীদল। দ্রুতগতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

জানা গিয়েছে, দেওথান পর্ব উপলক্ষে বাড়ি ও উনুন রং করার প্রথা রয়েছে বাড়ির মহিলাদের। সে জন্য হলুদ মাটি সংগ্রহ করতে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কতোয়ালি সদর এলাকার মোহনপুর গ্রামে গিয়েছিলেন মহিলারা। মাটি খোঁড়ার হঠাৎ মাটি ধসে গিয়ে তার নিচে চাপা পড়েন এক ডজনের বেশি মহিলা ও শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারি দল। বুলডোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু হয়েছে।

উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, কাসগঞ্জের জেলা শাসক মেধা রুপম ও পুলিশ সুপার অর্ণব রজক। তাঁদের তরফে জানানো হয়েছে, ঠিক কতজন মহিলা মাটির নিচে চাপা পড়ে রয়েছেন তা এখনও স্পষ্ট নয়, যত দ্রুত সম্ভব তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই এলাকায় অতিরিক্ত মাটি খননের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকাজ চালানোর ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কাসগঞ্জে। মাটি খুঁড়তে ধস নেমে মৃত্যু হল ৪ মহিলার।
  • ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের অবস্থা অতন্ত আশঙ্কাজনক।
  • দ্রুতগতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ।
Advertisement