সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! আন্ডারওয়ার্ল্ডের গপ্প! থ্রিলার! তবে মুম্বই নয়, ঘটনাটি নাগপুরের। শহরের কুখ্যাত গুন্ডাদল ‘ইপ্পা গ্যাং’ 'গদ্দার'কে খুঁজছে। অভিযোগ, দলের সর্দারের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে সে। এমনকী তার জন্যই প্রাণ গিয়েছে ওই যুবতীর। যদিও যাকে খোঁজা হচ্ছে সেই আরশাদ টোপী দুর্ঘটনার সর্দারের স্ত্রীর মৃত্যুর কথা জানিয়েছে পুলিশকে। নিজের গ্যাংয়ের লোকেদের থেকে প্রাণ বাঁচতে আশ্রয় নিয়েছে প্রশাসনের ঘেরাটোপে। কিন্তু দুর্ঘটনা কীভাবে ঘটল? খুন নয় তো?
নাগপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের কুখ্যাত গুন্ডাদল এই 'ইপ্পা গ্যাং'। তাদের দৌরাত্মে পুলিশকে বছরভর ব্যস্ত থাকতে হয়। কিন্তু সম্প্রতি অদ্ভূত কাণ্ড শুরু হয়েছে। নিজেদের দলের সদস্য আরশাদ টোপীকে অভুক্ত বাঘের মতো খুঁজছে দলেরই প্রায় ৪০ সদস্য। কারণ গ্যাংয়ের 'বস' 'নমকহারাম' আরশাদকে হাতে পেলেই খুনের নির্দেশ দিয়েছে। অভিযোগ, সর্দারের স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়েছিল আরশাদ। গত বৃহস্পতিবার এক যুবতীকে বাইকের পিছনের আসনে বসিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। বাইকটির সঙ্গে একটি পে লোডারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরশাদ অল্প জখম হলেও গুরুতর আহত হয় সঙ্গী যুবতী। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
যুবতীর মৃত্যু হতেই আরশাদ বুঝতে পারে পুলিশের আশ্রয় ছাড়া তার পক্ষে বাঁচা কঠিন। ফলে নিজেই পুলিশে ধরা দেয় সে। সোজা ডিসিপি-র দ্বারস্থ হয়। শুক্রবার রাতে পুরো ঘটনা জানিয়ে পুলিশের সাহায্য় চায় আরশাদ। এদিকে ইপ্পা গ্যাংয়ের সদস্যরা মনে করছে, ‘বস্’কে লুকিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে প্রেম করত আরশাদ। এখন বসে্র স্ত্রীকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সে।
যদিও আহত যুবতীকে নিয়ে আরশাদের হাসপাতালে ঢোকার ছবি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। এর পরেও অবশ্য মানতে রাজি নয় সর্দার বা দল। , ‘গদ্দার’ আরশাদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে দলের প্রায় ৪০ জন গুন্ডা শহর তন্ন তন্ন করে ফেলছে। এই অবস্থায় পুলিশের পরামর্শে গা ঢাকা দিয়েছে আরশাদ। এর পরেও উদ্বেগে ভুগছে নাগপুর পুলিশ। যখন তখন রক্তারক্তি কাণ্ড ঘটতে পারে। সতর্ক প্রশাসন।
