shono
Advertisement
Gujarat

ওয়াকফের জমিতে দোকান, বাড়ি বানিয়ে টাকা আদায়! গুজরাটে গ্রেপ্তার পাঁচ 'প্রতারক'

ভুয়ো পরিচয়ে ট্রাস্টের জমিকে ব্যক্তি স্বার্থে ব্যবহারের অভিযোগ।
Published By: Kishore GhoshPosted: 08:49 PM Apr 20, 2025Updated: 09:11 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে গুজরাটে ওয়াকফ ট্রাস্টের জমিতে তৈরি দোকান, ঘরবাড়ি থেকে ভুয়ো পরিচয়ে টাকা তোলার অভিযোগ উঠল। অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহমদাবাদের দুই ট্রাস্টের সদস্য বলে নিজেদের পরিচয় দিতেন ওই অভিযুক্তেরা। এইভাবেই ১৭ বছর ধরে ১০০টি বাড়ি ও দোকান থেকে তাঁরা ভাড়া আদায় করতেন বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, কানচিনি মসজিদ ট্রাস্ট এবং শাহ বড়া কসম ট্রাস্টের নামে ভাড়া আদায় করতেন ওই পাঁচ অভিযুক্ত। ওই দুই ট্রাস্টের অধীনস্থ পাঁচ হাজার বর্গফুটেরও বেশি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ নির্মাণগুলি ভাড়া দিয়ে তাঁরা টাকা আদায় করতেন! প্রধান অভিযোগ, ওয়াকফ সম্পত্তিকে অভিযুক্তেরা বেআইনি ভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতেন। এই বিষয়ে পুলিশকর্তা ভরত রাঠোর বলেন, "ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত ট্রাস্টের সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতারণা এবং নথি জাল করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।"

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওই অবৈধ নির্মাণগুলি থেকে ভাড়া আদায় করেছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সলিম খান পাঠান, মহম্মদ ইয়াসর শেখ, মাহমুদখান পাঠান, ফয়াজ মহম্মদ চোবদার এবং শাহিদ আহমেদ শেখ। এদের মধ্যে শাহিদের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার মধ্যে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কানচিনি মসজিদ ট্রাস্ট এবং শাহ বড়া কসম ট্রাস্টের নামে ভাড়া আদায় করতেন ওই পাঁচ অভিযুক্ত।
  • অভিযুক্তরা ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওই অবৈধ নির্মাণগুলি থেকে ভাড়া আদায় করেছেন।
Advertisement