সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যান উলটে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকাল ৬টা নাগাদ বিহারের সরণ জেলার নয়াগাঁও এলাকার কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
সরণ জেলার পুলিশ সুপার কুমার আশীষ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সোমবার সকালে একটি পিকঅ্যাপ ভ্যানে করে আসছিলেন বেশ কয়েকজন। হঠাৎ করে গাড়ির টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরই উলটে যায় গাড়িটি।”
স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। গাড়িতে থাকা লোকজন চিৎকার করতে শুরু করেন। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। এরই মধ্যে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু হয়েছে। আহত ও মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে গাড়ির চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি কিছুটা সুস্থ হলে দুর্ঘটনা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।
