shono
Advertisement
Punjab

পাঞ্জাবে ভয়াবহ পথ দুর্ঘটনায় ছয় শিশু-সহ ৭ জনের মৃত্যু, ঘাতক লরি চালকের খোঁজে পুলিশ

পড়ুয়াদের গাড়িতে লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:08 PM May 08, 2025Updated: 05:08 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় শিশু-সহ সাতজনের। প্রতক্ষ্যদর্শীদের মতে, সাত জন পড়ুয়াকে নিয়ে আসছিল ওই গাড়িটি। হঠাৎ উলটো দিক থেকে আসা একটি লরি পড়ুয়াদের গাড়িটিতে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় পড়ুয়া-সহ গাড়ির চালকের। এক জন পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পাঞ্জাবের পাটিয়ালাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। একজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ পৌঁছে বাকিদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গুরুতর অসুস্থ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলা জানা গিয়েছে।

ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে অজ্ঞাজপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

পাঞ্জাব পুলিশের আধিকারিক পালবিন্দর সিং চিমা বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাত জন শিশু এবং একজন চালক একটি স্কুল গাড়িতে করে আসছিল। দুর্ঘটনার পর ছ’জন শিশু এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। জীবিত অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাবে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় শিশু-সহ গাড়ির চালকের।
  • এক জন পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • পড়ুয়াদের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির।
Advertisement