সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উনা জেলার একটি বাজি কারখানায় (Firecrackers Factory) ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। ওই ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। মৃত ও আহতদের অধিকাংশ মহিলা বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO India)।
উনার ডেপুটি পুলিশ কমিশনার রাঘব শর্মা (Raghav Sharma) জানিয়েছেন, মঙ্গলবার প্রবল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উনা জেলার বাথু ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ওই বাজি কারখানা থেকে বিস্ফোরণের তীব্র শব্দ পান স্থানীয়রা। এর পরেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, সেই সময় কারখানায় অধিকাংশ শ্রমিক কাজ করছিলেন। সকলেই আগুনের কবলে পড়েন। তাঁদের মধ্যে ৭ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: আরও বেশি করে ঋণ দিন, অর্থনীতিতে গতি আনতে ব্যাংকগুলিকে পরামর্শ কেন্দ্রের]
হিমাচলের বাজি কারখানায় শ্রমিকদের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে টুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) শোকবার্তায় লেখা হয়, “হিমাচল প্রদেশের উনায় একটি কারখানায় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক সংবাদ। দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
[আরও পড়ুন: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত ১৪]
পিএমও ইন্ডিয়া আরও একটি টুইট করে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে। জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্বজনদের। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।