সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করার লক্ষ্য নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য পূরণের পথে আরও একধাপ এগোল দেশ। পুলিশের অভিযানে তেলেঙ্গানার মুলুগুতে অন্তত ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে মাও নেতা বদ্রু ওরফে পাপান্না। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
জানা যাচ্ছে, রবিবার সকালে তেলেঙ্গানার মুলুগু জেলার এতুরনাগারামের চালপাকা অরণ্যে অভিযান চালায় পুলিশ ও নকশাল-বিরোধী বিশেষ বাহিনী 'গ্রেহাউন্ড'। আর এর পরই শুরু হয় গুলি বিনিময়। তাতেই খতম ৭ মাওবাদী। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় এক সিনিয়র পুলিশ আধিকারিক এই খবর জানিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি একে ৪৭-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের সুকমায় অন্তত ১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল গত মাসে। এবার তেলেঙ্গানায় প্রাণ হারাল ৭ মাওবাদী।
প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ তিনি আরও জানিয়েছিলেন, মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করার জন্য এর মধ্যেই নানা পরিকল্পনা ছকতে শুরু করেছে কেন্দ্র। এ যে নিছক মুখের কথা নয়, সাম্প্রতিক পরিসংখ্যানই তা স্পষ্ট করে দিচ্ছে। সম্প্রতি