shono
Advertisement
Hyderabad

হায়দরাবাদে চারমিনারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৭, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

দমকলের ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 11:39 AM May 18, 2025Updated: 12:54 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত শিশু-সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।  

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ছ’টা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে। প্রথমে একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন বিল্ডিংয়ের অন্য তলাতেও ছড়িয়ে পরে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। তবে কীভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে পাশের বিল্ডিংয়ের ছাদে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরই ওই বিল্ডিংয়ে থাকা সকলেই ছাদে চলে যান। সেখান থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।  

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সবরকমের সহযোগীতার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।  

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন।
  • অগ্নিকাণ্ডে এ পর্যন্ত শিশু-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
  • মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
Advertisement