shono
Advertisement
Kerala

নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ! কেরলে শিক্ষককে ১১১ বছরের সাজা

জরিমানা অনাদায়ে বাড়বে সাজার মেয়াদ। 
Published By: Kishore GhoshPosted: 09:13 PM Jan 01, 2025Updated: 09:13 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগে নজিরবিহীন সাজা হল এক গৃহশিক্ষকের। ১১১ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা হয়েছে অভিযুক্তের। অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আদালত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল ঘটনাটি ২০১৯ সালের তিরুঅনন্তপুরমের। একাদশ শ্রেণির ছাত্রীকে বিশেষ ক্লাসের নামে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে টিউশন শিক্ষকের বিরুদ্ধে। এমনকী অভিযুক্ত ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ড করেছিলেন নিজের মোবাইলে। টিউশন দেওয়ার পাশাপাশি সরকারি চাকুরে অভিযুক্ত। ওই ঘটনার পর ছাত্রী টিউশনে যাওয়া বন্ধ করলে তার ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে দেন অভিযুক্ত। যা ভাইরাল হয়ে যায়। ছাত্রীর পরিবারের অভিযোগ পেয়ে শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের কথা জানতে পেরে অভিযুক্তের স্ত্রী আত্মঘাতী হন। 

পাঁচ বছর ধরে এই মামলার শুনানি চলে। শেষ পর্যন্ত তিরুঅনন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। ১১১ বছরের কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ১.০৫ লক্ষ টাকা জরিমানাও দিতে বলা হয়েছে। অনাদায়ে বাড়বে সাজার মেয়াদ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল ঘটনাটি ২০১৯ সালের তিরুঅনন্তপুরমের।
  • পাঁচ বছর ধরে এই মামলার শুনানি চলে।
Advertisement