shono
Advertisement

Breaking News

‘তালিবানের লাগাতার চাপ’, পাকাপাকিভাবে বন্ধ দিল্লির আফগান দূতাবাস

দুমাস আগেই দূতাবাসের কাজকর্ম বন্ধ করা হয়।
Posted: 09:02 AM Nov 24, 2023Updated: 04:45 PM Nov 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে আফগানিস্তানের (Afghanistan) দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। পাকাপাকিভাবে ভারতের আফগান দূতাবাস বন্ধ করে দেওয়া হল। আফগানদের বিবৃতিতে জানানো হয়েছে, তালিবানের ক্রমাগত চাপের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে দিল্লির আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার জানানো হল, দিল্লির (Delhi) আফগান দূতাবাস পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হল।

Advertisement

আফগান দূতাবাসের (Afghanistan Embassy) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, “ভারত সরকারের ক্রমাগত অসহযোগিতার কারণেই ২৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হল দিল্লির আফগান দূতাবাস। গত ৩০ সেপ্টেম্বর থেকেই দূতাবাসের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আশা ছিল এই সিদ্ধান্তের পর ভারত সরকার আফগান দূতাবাসকে সাহায্য করবে।” বিবৃতিতে আরও বলা হয়, দিল্লির আফগান দূতাবাসের দখল নিতে ক্রমাগত চাপ বাড়িয়ে গিয়েছে তালিবান। তাই বাধ্য হয়েই পাকাপাকিভাবে দূতাবাস বন্ধ করা হল। 

[আরও পড়ুন: ‘রহস্যজনক’ নিউমোনিয়া কি করোনার মতোই ভয়ংকর? মুখ খুলল চিন]

দূতাবাসের তরফে আরও বলা হয়, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও প্রবল চাপের মধ্যে কাজ চালিয়ে গিয়েছে তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন। তবে দূতাবাস বন্ধের খবর জানিয়ে বলা হয়, গত দুবছরে ভারতে আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় অর্ধেক হয়ে গিয়েছে ভিসা দেওয়ার সংখ্যা। তবে কঠিন সময়েও আফগানদের পাশে থেকেছে আফগানিস্তানের দূতাবাস। 

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দিল্লির আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়। দেশ ছেড়ে চলে যান আফগান কূটনীতিকরা। জানা গিয়েছে, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি আমলে নিযুক্ত দিল্লির আফগান দূতাবাসের কর্মীদের সঙ্গে তালিবান (Taliban) প্রশাসনের কিছুতেই বনিবানা হচ্ছিল না। এর আগেও দিল্লিতে আফগানিস্তানের দূতাবাস দখল করার চেষ্টা চালিয়েছে তালিবান। কাবুল থেকে টাকা না মেলার দরুন আফগান দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

[আরও পড়ুন: রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ, সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement