shono
Advertisement

Breaking News

চাল, ডিমের পর এবার ‘প্লাস্টিক সুগার’ নিয়ে ছড়াল আতঙ্ক

কীভাবে চিনবেন প্লাস্টিক সুগার? The post চাল, ডিমের পর এবার ‘প্লাস্টিক সুগার’ নিয়ে ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:11 PM Jun 08, 2017Updated: 01:13 PM Jun 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুবহু চিনির মতো দেখতে৷ তবে তা সাধারণ চিনি নয়৷ হাজার চিবোলেও মিষ্টি স্বাদ তেমন ঠাহর হয় না৷ চায়ে দিলেও তা মিষ্টি হয় না৷ এই প্লাস্টিক সুগারই বিকোচ্ছে বেঙ্গালুরুর বাজারে৷ আর তা নিয়েই ছড়াল আতঙ্ক৷

Advertisement

কিছুদিন আগেই ছড়িয়েছিল প্লাস্টিক ডিমের আতঙ্ক৷ যেখানে ডিম ভাজতে গেলে তা প্লাস্টিকের মতো গুটিয়ে যাচ্ছিল৷ বেরচ্ছিল প্লাস্টিক পোড়া গন্ধও৷ এরপর উত্তরাখণ্ড ও হায়দরাবাদে প্লাস্টিক চাল বিক্রির অভিযোগ ওঠে৷ চটচটে চাল গায়ে গায়ে লেগে এমন শক্ত হয়ে জমাট বেঁধেছিল যে বাচ্চারা তা নিয়ে ক্রিকেটও খেলেছে৷ ঘটনার তদন্তে নেমেছে হায়দরাবাদ পুলিশ৷ পাশাপাশি সাধারণ মানুষকে অযথা ভয় না পেয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল৷ তার রেশ কাটতে না কাটতেই এবার ছড়াল প্লাস্টিক সুগারের আতঙ্ক৷ নকল চিনিতে ছেয়েছে বেঙ্গালুরুর বাজার৷

কাজাখস্তান সফরে মোদি, পারদ চড়ছে ইন্দো-পাক যৌথ সেনা মহড়া নিয়ে ]

এর আগেও ভারতীয় বাজারে কৃত্রিম চাল, ডিম বিক্রির অভিযোগ উঠেছে৷ চিনা বাজার থেকেই এ ধরনের কৃত্রিম জিনিস ভারতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠেছে৷ যদিও এই কৃত্রিম জিনিস তৈরির খরচ অনেকটাই বেশি৷ ব্যবসার নিরিখে প্রশ্ন ওঠে, তাহলে কেন এত দামের জিনিস সস্তায় বিক্রি হচ্ছে৷ বিশেষজ্ঞদের মত, ভারতীয় বাজারের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতেই এই পন্থা নেওয়া হচ্ছে৷ কোনও কোনও ব্যবসায়ী জেনেবুঝেই নকল জিনিসের ব্যবসা করছে৷ প্লাস্টিক সুগারের আতঙ্ক ছড়াতেই প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে সাধারণ মানুষ৷ সাধারণ মানুষ ক্রমাগত প্রতারিত হচ্ছেন৷ দপ্তর যেন সুরক্ষার ব্যবস্থা করে, এই দাবি আম আদমির৷ অভিযোগ, কোনও কোনও ক্ষেত্রে রেশনেও এই ধরনের চিনি দেওয়া হচ্ছে৷

কীভাবে চেনা যাচ্ছে প্লাস্টিক সুগার?

দেখা যাচ্ছে, এই ধরনের চিনির দানা বেশ মোটা মোটা হয়৷ মুখে দিলেও সাধারণ চিনির মতো মিষ্টি লাগে না৷ চা বা গরম পানীয়তে চিনি দিলেও ঠিকঠাক মিষ্টি হয় না, সেক্ষেত্রে অনেকটা চিনি ঢালতে হয়৷ আর এই ধরনের চিনিতে মাছি বা পতঙ্গ বসে না৷ আপনার বাজারেও নকল চিনি বিক্রি হচ্ছে কিনা, তা এই লক্ষণগুলো মিলিয়েই বুঝে নিতে পারবেন৷

 

The post চাল, ডিমের পর এবার ‘প্লাস্টিক সুগার’ নিয়ে ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement