shono
Advertisement
Maharashtra

পুর ভোটের আগে মহারাষ্ট্র মন্ত্রিসভায় রদবদল, শপথগ্রহণ ওবিসি মুখ ছগন ভুজবলের

আরেক এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের জায়গায় এলেন ছগন।
Published By: Kishore GhoshPosted: 03:06 PM May 20, 2025Updated: 03:06 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই মহারাষ্ট্রে পুর ও পঞ্চায়েত নির্বাচন। তারে আগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের মন্ত্রিসভায় রদবদল। শপথ নিলেন এনসিপি নেতা তথা ওবিসি মুখ ছগন ভুজবল। আরেক এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের জায়গায় আনা হল ভুজবলকে। মঙ্গলবার মহারাষ্ট্র রাজভবনে শপথ নেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি রাধাকৃষ্ণান, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং এনসিপি নেতা অজিত পওয়ার।

Advertisement

ধনঞ্জয় মুন্ডে মন্ত্রিসভায় থাকাকালীন তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে সরপঞ্চ (প্রধান) সন্তোষ দেশমুখকে হত্যার অভিযোগ ওঠে। এই কারণেই মন্ত্রীত্ব হারাতে হল মুন্ডেকে। এদিন ভুজবলকে শুভেচ্ছা জানান উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তাঁর কথায়, প্রবীণ এনসিপি নেতার অভিজ্ঞতায় রাজ্য উপকৃত হবে। মন্ত্রিসভায় জায়গা হওয়ায় খুশি ভুজবল। শপথ নেওয়ার আগে তিনি বলেন, "শেষ ভালো যাঁর সব ভালো তাঁর।"

ভুজবলকে গুরুত্বপূর্ণ সময়ে আনা হল মন্ত্রিসভায়। খুব শিগগির রাজ্যে পুর ও পঞ্চায়েত নির্বাচন। ক'দিন আগে নির্বাচনী ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। এই অবস্থায় ওবিসি মুখ ভুজবলকে রাজনৈতিক সম্পদ হিসাবেই দেখছে শাসক জোট। উল্লেখ্য, পুর ও পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষণ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ওবিসি সম্প্রদায়ের সামাজিক মান উন্নয়নের জন্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধনঞ্জয় মুন্ডে মন্ত্রিসভায় থাকাকালীন তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে সরপঞ্চ (প্রধান) সন্তোষ দেশমুখকে হত্যার অভিযোগ ওঠে।
  • ভুজবলকে গুরুত্বপূর্ণ সময়ে আনা হল মন্ত্রিসভায়।
Advertisement