shono
Advertisement
Ahmedabad Plane Crash

‘মনে হল ভূমিকম্প, কালো ধোঁয়া…’, আহমেদাবাদের ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না স্থানীয়রা

কী জানাচ্ছেন স্থানীয়রা?
Published By: Subhodeep MullickPosted: 04:26 PM Jun 13, 2025Updated: 04:29 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালটা অন্য চার-পাঁচটা ব্যস্ত দিনের মতোই কাটছিল। কিন্তু দুপুর গড়াতেই বদলে গেল আহমেদাবাদের ছবিটা। মেঘানিগরজুড়ে তখন আর্তনাদ আর হাহাকার। বিমান দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।   

Advertisement

দুর্ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে বসবাসকারী এক যুবক বলেন, “হঠাৎই বিকট একটা শব্দে কেঁপে উঠল মাটি। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে। কিন্তু বাইরে দেখি দাউদাউ করে জ্বলছে একটি বিমান। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। তারপরই আমরা কয়েকজন ছুটে যাই ওই মেডিক্যাল কলেজের হস্টেলের দিকে।” 

আরও এক প্রত্যক্ষ্যদর্শী বলেন, “হঠাৎই কান ফাটানো একটা শব্দ। তারপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এমনকী দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। ঘটনার সময়ে ওই মেডিক্যাল কলেজের হস্টেলে অনেক পড়ুয়া খাওয়াদাওয়া করছিলেন। এক নিমেষেই সব শেষ হয়ে গেল।”

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত আশুতোষ পাণ্ডে নামে এক ব্যবসায়ী বলেন, “চিৎকার শুনে প্রথমে ভেবেছিলাম কোনও জঙ্গি হামলা হয়েছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। মেডিক্যাল কলেজের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। চারদিকে শুধুই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া।”

বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকালটা অন্য চার-পাঁচটা ব্যস্ত দিনের মতোই কাটছিল।
  • কিন্তু দুপুর গড়াতেই বদলে গেল আহমেদাবাদের ছবিটা।
  • মেঘানিগরজুড়ে তখন আর্তনাদ আর হাহাকার।
Advertisement