shono
Advertisement
Ahmedabad plane crash

দুঃসময়ে আসল ভারতের ছবি আহমেদাবাদে, একসঙ্গে স্বজনহারাদের পাশে আরএসএস-জামিয়ত

চোখের জল শুকিয়ে যাওয়া মানুষগুলির পাশে এক ভারত।
Published By: Subhankar PatraPosted: 04:29 PM Jun 14, 2025Updated: 04:47 PM Jun 14, 2025

বুদ্ধদেব সেনগুপ্ত, আহমেদাবাদ: এখন চরম দুঃসময়। হারিয়েছেন প্রিয়জনদের। কিন্ত মৃতদেহটুকুও পাওয়া যায়নি। আদৌ দেহ উদ্ধার হয়েছে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। এই দুঃসময়ে আহমেদাবাদ দেখল আসল ভারতের ছবি। বিমান দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে যেমন আরএসএস, তেমনই জামিয়ত উলেমায়ে হিন্দ। বিপদে পড়া মানুষগুলোকে সাহায্যে পথে নেমেছে উভয় সংগঠন। জল, ঘোল এবং খাবার দেওয়া হচ্ছে মৃতদের দেহাংশ পাওয়ার অপেক্ষায় থাকা প্রিয়জনদের। তাঁদের যে কোনও অসুবিধায় এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবকরা।

Advertisement

আহমেদাবাদের বিজে হাসপাতালের বাইরে এখন মৃতের পরিজন, সাংবাদিক, পুলিশের ভিড়।  নাওয়া-খাওয়া ভুলেছেন পরিজনেরা, এক করতে পারছেন না দু'চোখের পাতা। অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন তাঁরা। এই কঠিন সময়ে পাশে দাঁড়াচ্ছে দুই সংগঠন। জল ও খাবার নিয়ে দুই সংগঠনের স্বেচ্ছাসেবকরা পৌঁছে যাচ্ছেন অসহায় মানুষগুলির কাছে। ধর্মের চোখরাঙানির ঊর্ধ্বে মানুষ দাঁড়াচ্ছে মানুষের পাশে। শুধু মৃতের আত্মীয়রাই নয়, কর্মরত সাংবাদিক, পুলিশকর্মীরাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদেরকেও সাহায্য করছেন দুই সংগঠনের স্বেচ্ছাসেবকরা। 

বিমান দুর্ঘটনার পর কেটেছে প্রায় দু'দিন। এখনও চলছে উদ্ধারকার্য। শনিবারও একটি দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো গেলো আরও দেহ উদ্ধার হবে বলে অনুমান। অন্যদিকে, হাসপাতালে মৃতের পরিজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। রিপোর্ট আসতে ৭২ ঘণ্টা পেরিয়ে যাবে, যা নিয়ে ক্ষোভও প্রকাশ করছেন মৃতের পরিজনরা। এই দুঃসময় চোখের জল শুকিয়ে যাওয়া মানুষগুলির পাশে দাঁড়াচ্ছে আসল ভারত। মনে করাচ্ছে---সবার উপরে মানুষ সত্য! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কঠিন এক সময়! হারিয়েছেন প্রিয়জনদের। কিন্ত দেহ পাওয়া যায়নি। আদেও দেহ উদ্ধার হয়েছে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
  • এই দুঃসময়ে আহমেদাবাদ দেখল আসল ভারতের ছবি।
  • আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে আরএসএস ও জামিয়ত উলেমায়ে হিন্দ।
Advertisement