shono
Advertisement

Breaking News

MiG-29

ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান! অল্পের জন্য প্রাণরক্ষা পাইলটের

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:12 PM Nov 04, 2024Updated: 07:46 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন আগ্রার কাছে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। আজ সোমবার বিকালের দিকে এই ঘটনা ঘটে। তবে শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসেন পাইলট। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানটিতে বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।  

Advertisement

জানা গিয়েছে, মিগ-২৯ বিমানটি উত্তরপ্রদেশের আগ্রার কাছে প্রশিক্ষণের জন্য উড়ছিল। তখনই ঘটে এই বিপত্তি। এই ঘটনা নিয়ে ভারতীয় বায়ুসেনা বিবৃতি দিয়ে জানায়, 'রুটিনমাফিক আজ প্রশিক্ষণ চলাকালীন আগ্রার কাছে ভেঙে পড়ে একটি মিগ-২৯ বিমান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। ঠিক সময় পাইলট ইজেক্ট করে যান। বিমান থেকে বেরিয়ে আসেন। বায়ুসেনার তরফে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'  

এদিকে এই দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাটিতে আছড়ে পড়ার পর দাউ দাউ জ্বলছে বিমানটি। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। তার পরই সেখানে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী ও বায়ুসেনার আধিকারিকরা। পাইলটকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এই মুহূর্তে সুস্থ রয়েছেন তিনি। তাঁর সাবধানতার কারণে আশপাশের এলাকারও কোনও ক্ষতি হয়নি বলেই খবর। 

উল্লেখ্য, বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানের মধ্যে এই মিগ-২৯ অন্যতম। অতীতে অনেক গৌরবময় ইতিহাসেরও সাক্ষী এই বিমান। তবে এই ধরনের দুর্ঘটনা এই প্রথমবার নয়। গত ৪ জুন নাসিকের এক গ্রামে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সেই দুর্ঘটনাতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পাইলট ও কোপাইলট দুজনেই নিরাপদে বিমান ছেড়ে বেরিয়ে যান। এর পর গত ৩ সেপ্টেম্বর রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২৯ বিমানও। সেখানেও কোনও প্রাণহানি হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রশিক্ষণ চলাকালীন আগ্রার কাছে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান।
  • আজ সোমবার বিকালের দিকে এই ঘটনা ঘটে। তবে শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসেন পাইলট।
  • প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানটিতে বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।  
Advertisement