সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ২ জুলাই কাকা শরদ পওয়ারের সঙ্গ ছেড়ে অধিকাংশ এনসিপি বিধায়ককে নিয়ে বিদ্রোহী হয়েছিলেন ভাইপো অজিত পওয়ার। শিন্ডের নেতৃত্বাধীন ‘মহাজুটি’ সরকারের উপমুখ্যমন্ত্রীও হন। কিন্তু এবার হয়তো চাকা উলটো দিকে গড়াতে শুরু করেছে। শরদ-অজিত পুনর্মিলনের গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। এবার মুখ খুললেন অজিতের মা। জানিয়ে দিলেন, শরদ পওয়ার তাঁদের কাছে ঈশ্বরের মতো।
বিটঠল-রুক্মিনী মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আশাতাইকে বলতে শোনা গিয়েছে, ''আমি প্রার্থনা করলাম যেন পওয়ার পরিবারের সমস্যা দূর হয়। অজিত ও শরদ পওয়ার যেন ফের কাছাকাছি আসে। আমি আশা করি আমার প্রার্থনা সফল হবে।'' এদিকে অজিত পওয়ার শিবিরের প্রভাবশালী নেতা প্রফুল্ল প্যাটেলও জানিয়েছেন, ''শরদ পওয়ার আমাদের কাছে সব সময়ই পিতৃস্থানীয়। যদিও আমাদের রাজনৈতিক অবস্থান আলাদা। কিন্তু শরদ পওয়ারের প্রতি আমাদের সব সময়ই শ্রদ্ধা রয়েছে। যদি পওয়ার পরিবার একত্রিত হয় তাহলে আমরা খুশিই হব। আমি নিজেকেও পওয়ার পরিবারের একজন সদস্য মনে করি।''
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘আসল এনসিপি’ হিসাবে স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। শরদ গোষ্ঠীর জন্য নতুন নামও বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি সাময়িকভাবে ‘শিঙা বাজানো ব্যক্তি’ প্রতীকও অনুমোদন করে কমিশন। লোকসভা নির্বাচনে কিন্তু শরদ পওয়ার ভাইপোকে টেক্কা দিয়েছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে দেখা যায় অজিত পওয়ারের শিবির যেখানে ৪১টি আসনে জিতেছে, সেখানে শরদের দল পেয়েছে ১০টি আসন। এরপর থেকেই শোনা যাচ্ছে, দুই শিবির নাকি এক হতে পারে। গত ১২ ডিসেম্বর শরদ পওয়ারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন অজিত। এরপর থেকেই সেই গুঞ্জন জোরালো হয়েছে। এবার অজিতের মায়ের মন্তব্য বুঝিয়ে দিল, তেমনটা হতেই পারে। কোনও সন্দেহ নেই, তেমন কিছু হলে মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্ক ফের বদলাতে পারে।