shono
Advertisement

বাবাকে হারিয়ে সাইকেলের দখল নিলেন অখিলেশই

নির্বাচন কমিশন জানিয়ে দিল, সাইকেল প্রতীকে নির্বাচনে লড়বেন অখিলেশই।
Posted: 12:39 AM Jan 17, 2017Updated: 07:45 PM Jan 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সাইকেল অখিলেশরই। নির্বাচনী প্রতীকের দ্বন্দ্বে বাবাকে হারিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সোমবার এ কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

নির্বাচনের প্রাক্কালে যাদব বংশে দ্বন্দ চলছিলই। কখনও মুলায়ম ঘর গোছান তো, কখনও তা ভেঙে যায় অখিলেশের কৌশলে। বাপ ছেলের দ্বন্দ্বেই মুখর জাতীয় রাজনীতি। এমনকী দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাবা মুলায়ম ছেলেকে দল থেকে বহিষ্কার করেন। আবার ফিরিয়েও আনেন। টানা চাপানউতোর লেগেই ছিল। এ ওর ঘনিষ্ঠকে দল থেকে বের করেছেন। পাল্টা দিয়েছেন আর একজন। এই টানাপোড়েনের ভিতরই দ্বন্দ্ব গড়ায় শেষমেশ নির্বাচনী প্রতীকে। সাইকেল চিহ্ন কে পাবে তাই নিয়েই চলে বিস্তর টালবাহানা। তবে শেষ হাসি হাসলেন অখিলেশই। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দিল, সাইকেল প্রতীকে নির্বাচনে লড়বেন অখিলেশই।

(আজ থেকেই এটিএমে মিলবে ১০,০০০ টাকা)

স্বাভাবিকভাবেই মুলায়ম শিবিরের পক্ষে এটি বড় ধাক্কা। তবে এবার দুই শিবিরের দ্বন্দ্বে ইতি পড়বে নাকি তা নতুন কোনও দিকে মোড় নেবে-তাইই দেখার।  নির্বাচন কমিশনের ঘোষণার পরই অকিলেশকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, যোগ্য হিসেবেই এই প্রতীক পেয়েছেন তিনি।

অকিলেশকে সাধুবাদ দিয়েছেন লালুপ্রসাদ যাদবও। মুলায়মের কাছে দ্বন্দ্বে ইতি টানারও আর্জি জানিয়েছেন তিনি।

নিঃশ্বাসেও অক্সিজেন ছাড়ে গরু, আজব দাবি শিক্ষামন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement