shono
Advertisement
All-party meeting

বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে ঐক্যবদ্ধ বিরোধীরা, ওয়াকফ জেপিসি নিয়ে ক্ষোভ

সর্বদল বৈঠকে একসুরে কেন্দ্রকে নিশানা বিরোধীদের।
Published By: Subhajit MandalPosted: 03:49 PM Jan 30, 2025Updated: 04:26 PM Jan 30, 2025

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিল কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। সূত্রের খবর, সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কীভাবে বিরোধীদের গুরুত্ব দেওয়া হয়নি, সেটা সম্মিলিতভাবে তুলে ধরেন বিরোধীরা।

Advertisement

বাজেট অধিবেশনের আগে বৃহস্পতিবার সংসদে অ্যানেক্স বিল্ডিংয়ে সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র। বৈঠকে সরকারের তরফে রাজনাথ সিং, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জেপি নাড্ডারা। বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেসের তরফে জয়রাম রমেশ, গৌরব গগৈ, কে সুরেশ। তৃণমূলের তরফে দুই কক্ষের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন অংশ নেন। অন্য বিরোধী দলগুলিও বৈঠকে যোগ দিয়েছে।

সূত্রের খবর, ওই সর্বদল বৈঠকে বিরোধীরা অভিযোগ করেন, ওয়াকফ বিলের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। যৌথ কমিটির বৈঠকেও বিলটির বিরোধিতার ক্ষেত্রে সবচেয়ে সরব ভূমিকায় দেখা গিয়েছে তৃণমূলের কল্যাণকে বন্দ্যোপাধ্যায়কে। বিলের ৪৪টি ধারা নিয়েই যে তাদের আপত্তি রয়েছে সে কথা বৈঠকের প্রথমদিন থেকেই নথিবদ্ধ করার কাজ করার পরে ডিসেন্ট নোটেও বিলের খামতির কথা পরতে পরতে তুলে ধরেছেন কল্যাণ। এবার সর্বদল বৈঠকেও ওই ইস্যুতে সরব তৃণমূল।

তবে সর্বদল বৈঠকে বিরোধীদের মধ্যে ঐক্যের সুর শোনা গেলেও আদৌ সেই ঐক্য সংসদের অধিবেশনে দেখা যাবে কিনা সংশয় রয়েছে। অধিবেশনে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধি দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে ডাকা বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি হাজির থাকবে না বলেই ঠিক করেছে তারা। তবে ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি, আপ, শিবসেনা (উদ্ধব)-র মতো আঞ্চলিক দলগুলির সঙ্গে তৃণমূল সমন্বয় রেখেই চলবে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদের বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিল কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি।
  • সূত্রের খবর, সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কীভাবে বিরোধীদের গুরুত্ব দেওয়া হয়নি, সেটা সম্মিলিতভাবে তুলে ধরেন বিরোধীরা।
  • বাজেট অধিবেশনের আগে বৃহস্পতিবার সংসদে অ্যানেক্স বিল্ডিংয়ে সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র।
Advertisement