shono
Advertisement
Pak High Commission

চরবৃত্তির অভিযোগ, পাক দূতাবাসের আরও এক কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ কেন্দ্রের

ভারতের মাটিতে থেকে ভারত বিরোধী কার্যকলাপ রদাস্ত করা হবে না, সাফ বার্তা দিল্লির।
Published By: Subhajit MandalPosted: 08:53 PM May 21, 2025Updated: 08:53 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তি! ৮ দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক দূতাবাসের ওই কর্মীকে।

Advertisement

বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দূতাবাসের ওই আধিকারিক তাঁর সরকারি পদের বাইরের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁকে ‘পার্সোনা নন গ্রাটা’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। পাক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিদেশমন্ত্রকে তলব করে দূতাবাসের ওই কর্মীর 'ডিমার্চ' নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের মাটিতে থেকে সরকারি পদ ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চলতে থাকলে সেটা বরদাস্ত করা হবে না। পাক দূতাবাসের দায়িত্বে থাকা আধিকারিককে জানানো হয়েছে, পাকিস্তানের কূটনীতিকরা যাতে কোনওভাবেই সরকারি সুবিধা ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত না হন, সেটা তাঁকেই নিশ্চিত করতে হবে। এর আগে গত ১৩মে পাক দূতাবাসেরই আর এক কর্মীকে চরবৃত্তির অভিযোগে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছিল দিল্লি। পাক দূতাবাসের ওই কর্মীর নাম এহসান উর রহিম ওরফে দানিশ। পাক চর জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর প্রথম ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে যে পাঁচদফা কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করে, সেই পাঁচ দফার স্ট্রাইকের মধ্যে দূতাবাসের অধিকাংশ কর্মীকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হিসাবে ঘোষণা করে তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এবার অবশিষ্ট কর্মীদেরও একে একে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক দূতাবাসের সরকারি পদের আড়ালে পাকিস্তানের হয়ে চরবৃত্তি!
  • ৮ দিনের ব্যবধানে পাক দূতাবাসের আরও এক কর্মীকে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাক দূতাবাসের ওই কর্মীকে।
Advertisement