shono
Advertisement

নিম্নচাপের বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু, দুর্যোগে মৃত্যু অন্তত ১২ জনের

দুর্যোগের জেরে বন্ধ বিমান পরিষেবা।
Posted: 10:05 AM Nov 11, 2021Updated: 10:06 AM Nov 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নচাপের জের। লাগাতার বৃষ্টিতে কোনও বিরাম নেই। টানা তিনদিনের বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। এখনও পর্যন্ত জলের তলায় বেশিরভাগ রাস্তাঘাট। ব্যাহত বিমান পরিষেবা। দুর্যোগ এখনও পর্যন্ত ১২ জনের প্রাণ কেড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপ চেন্নাই (Chennai) থেকে ১৪০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থান করছে। তার ফলে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিপাত চলছে। আট জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী দু’দিন একই আবহাওয়া বজায় থাকার আশঙ্কা।

[আরও পড়ুন: ভোরবেলার আজানে বেড়ে যায় রক্তচাপ, ব্যাঘাত হয় ঘুমের! প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যে বিতর্ক]

টানা তিনদিনের বৃষ্টিতে জলমগ্ন বেশিরভাগ এলাকা। গণেশপুরম, গাঙ্গু রেড্ডি, ম্যাডলি, দুরাইস্বামী, পালাভান্থাঙ্গল, তাম্বারাম, অঙ্গরানাথান, ভিল্লিভাক্কাম এবং কাখন ব্রিজের সাবওয়ে চলে গিয়েছে জলের তলায়। কেকে নগর, এভিআর সালাই, সেম্বিয়াম, কে-৫ পেরাভাল্লুর, ডঃ আম্বেদকর রোড-সহ একাধিক রাস্তা চলে গিয়েছে জলের তলায়। তার ফলে যানচলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দুর্যোগের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। চেন্নাই বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা।

দুর্যোগে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলের তলায় চলে গিয়েছে অনেকের বাড়ি। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা প্লাবন কবলিত এলাকার বাসিন্দাদের উদ্ধারকাজে হাত লাগিয়েছে। তাঁদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে।

[আরও পড়ুন: মজাই মজা! অফিস ছুটির পর আর ফোন করতে পারবেন না বস! জারি নয়া নিয়ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement