shono
Advertisement
Ayodhya MP

অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ ও খুন! 'হে রাম, কোথায় আপনি', সুবিচার চেয়ে আর্তনাদ সাংসদের

সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন অযোধ্যার সাংসদ।
Published By: Subhajit MandalPosted: 01:33 PM Feb 02, 2025Updated: 01:33 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ রামজন্মভূমি অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুন! সুবিচারের দাবিতে সরব ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি, ওই দলিত তরুণীর পরিবার সুবিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

Advertisement

গত বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান অযোধ্যার মিল্কিপুরের বছর বাইশের দলিত তরুণী। দুদিন নিখোঁজ থাকার পর শনিবার রাতে একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ওই দলিত পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সামনেই মিল্কিপুরের উপনির্বাচন। তাই ভোটের মুখে এই দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রত্যাশিতভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

ঘটনার প্রতিবাদে নাটকীয়ভাবে সাংবাদিক বৈঠক করে সুবিচার চেয়েছেন ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে তাঁকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদের আর্তনাদ, "হে মর্যাদা পুরুষোত্তম রাম, হে মা সীতা, আপনারা কোথায়? আমি দিল্লি যাব। লোকসভায় এই ইস্যুতে সরব হব। সুবিচার না পেলে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেব। এভাবে যদি আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।"

ফৈজাবাদের সাংসদের এই নাটকীয় সাংবাদিক সম্মেলনের নেপথ্যে অবশ্য অনেকেই মিল্কিপুরের উপনির্বাচনের অঙ্ক দেখছেন। অবধেশ প্রসাদ সাংসদ হওয়ার আগে এই মিল্কিপুরেরই বিধায়ক ছিলেন অবধেশ প্রসাদ। বিজেপি এবার যেনতেন প্রকারে এই আসনটি সমাজবাদী পার্টির হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুবিচারের দাবিতে সরব ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ।
  • সাংবাদিক বৈঠকে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি।
  • সঙ্গে হুঁশিয়ারি, ওই দলিত তরুণীর পরিবার সুবিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি।
Advertisement