shono
Advertisement
Bengaluru Stampede

'কুম্ভ মেলাতেও তো ৫০-৬০ জনের মৃত্যু', RCB সমর্থকদের মৃত্যুতে আজব সাফাই সিদ্দারামাইয়ার

একটা দুর্ঘটনার দায় এড়াতে অন্য একটা মর্মান্তিক ঘটনাকে নিশানা!
Published By: Subhajit MandalPosted: 09:07 AM Jun 05, 2025Updated: 09:44 AM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দুর্ঘটনার দায় এড়াতে অন্য একটা মর্মান্তিক ঘটনাকে নিশানা! বেঙ্গালুরুতে আরসিবির জয়ের সেলিব্রেশনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে আজব সাফাই দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলছেন, "এই ধরনের বড় জমায়েতে দুর্ঘটনা ঘটে যাওয়াটা নতুন নয়। কুম্ভ মেলাতেও ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে।"

Advertisement

বুধবার কোহলিয়ানার সেলিব্রেশন চাক্ষুষ করতে সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে পালে-পালে জনতা জড়ো হচ্ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় বাড়তে থাকে যানজট। যদিও স্টেডিয়ামের ভিতরে প্রবেশের আলাদা পাস দিয়েছিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু, অনুষ্ঠান দেখতে কয়েক লক্ষ মানুষ চলে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রয়োজনের তুলনায় পুলিশকর্মীর সংখ্যা ছিল অনেক কম। ফলে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাঁদের। স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করেন। ছবিটা মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ লাঠিচার্জ শুরু করলে। প্রাণে বাঁচতে সমর্থকরা একে-অপরকে টপকে পালাতে যান। সমস্যা আরও বাড়ে। আর তখনই ঘটে পদপিষ্টের ঘটনা ঘটে। অসুস্থদের রাস্তাতেই সিপিআর দিতে দেখা যায়। সব মিলিয়ে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আরও অন্তত ৩৫ জন আহত। 

ঘটনার পর সব অভিযোগের তির যখন কর্নাটক সরকারের দিকে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তখন দেখিয়ে দিলেন কুম্ভ মেলার অব্যবস্থাকে। মুখে বললেন, 'ঘটনার দায় আমরা এড়াতে পারি না।' অথচ দায় এড়ানোর সাধ্যমতো চেষ্টা করে গেলেন। সিদ্দার বক্তব্য, "এই ধরনের ঘটনা অনেক জায়গাতেই ঘটে। আমি অন্য ঘটনার সঙ্গে তুলনা করে এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছি না। কিন্তু কুম্ভমেলাতেও তো ৫০-৬০ জনের মৃত্যু হল। তখন তো আমরা সমালোচনা করিনি।" সিদ্দা বলছেন, "আমরা এই ঘটনার দায় এড়াতে চাইছি না। তবে এটা নিয়ে রাজনীতিও করতে চাই না। আমি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। ১৫ দিনের মধ্যে রিপোর্ট এসে যাবে।" মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও (কেএসসিএ)। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রীও।

তাতে অবশ্য চিড়ে ভিজছে না। বিরোধীরা তোপ দাগতে ছাড়ছে না। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, 'এই ট্র্যাজেডি অপরাধমূলক গাফিলতি। কংগ্রেস সরকার দু'হাতে রক্ত মেখেছে। শুধুমাত্র গাফিলতির কারণেই এতগুলি মানুষ জীবন দিয়েছেন। এটা কোনও দুর্ঘটনাই নয়, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা'। অন্য বিরোধীরাও তোপ দাগছে কর্ণাটক সরকারকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটা দুর্ঘটনার দায় এড়াতে অন্য একটা মর্মান্তিক ঘটনাকে নিশানা!
  • বেঙ্গালুরুতে আরসিবির জয়ের সেলিব্রেশনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে আজব সাফাই দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
  • তিনি বলছেন, "এই ধরনের বড় জমায়েতে দুর্ঘটনা ঘটে যাওয়াটা নতুন নয়। কুম্ভ মেলাতেও ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে।"
Advertisement