shono
Advertisement
Bengaluru

'সাহায্যের জন্য চিৎকার করলাম, কেউ এগিয়ে এল না', বেঙ্গালুরুর ভরা রাস্তায় শ্লীলতাহানির পর আক্ষেপ যুবতীর!

বেঙ্গালুরুর আইটি পার্কের মতো জনবহুল স্থানে সকলের নিস্পৃহতার অভিযোগ যুবতীর।
Published By: Biswadip DeyPosted: 09:22 PM May 02, 2025Updated: 09:22 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত তখন সাড়ে এগারোটা। কিন্তু বেঙ্গালুরুর আইটি পার্কে সেই সময়ও বহু মানুষই রাস্তায়। তবুও পথেই যৌন হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন এক যুবতী। সেই সঙ্গে তাঁর দাবি, সাহায্যের জন্য আপ্রাণ চিৎকার করেও কাউকেই পাশে পাননি তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলেছেন তিনি।

Advertisement

ওই যুবতীর দাবি, তিনি হাঁটছিলেন। সেই সময় আচমকাই পিছন থেকে তাঁকে ধাক্কা দেয় একটি বাইক। প্রথমটায় চমকালেও তিনি ভেবেছিলেন এটা নিছকই দুর্ঘচনা। কিন্তু এরপর ফের বাইকটি তাঁকে ধাক্কা দেয়। এরপরই তিনি বুঝতে পারেন, যা হচ্ছে তা ইচ্ছাকৃত ভাবেই ঘটাচ্ছেন অভিযুক্ত। স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যান তিনি। এরপর দেখতে পান ইউ টার্ন নিয়ে ফের তাঁর দিকে দ্রুতবেগে আসছে বাইকটি। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে যুবতী জানাচ্ছেন, ''আমি চিৎকার করতে শুরু করলাম। ওই এলাকা সব সময় লোকে গমগম করে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। সাহায্য চাইলাম, অটো চালকদের থামালাম। অন্যদেরও... কিন্তু কারও তরফে সাড়া পেলাম না। এটা সবচেয়ে আশ্চর্যের।''

পরে পুলিশে যোগাযোগ করেন ওই যুবতী। তাঁর দাবি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিজে বিষয়টি দেখবেন বলেছেন। কিন্তু ভরা রাস্তায় যেভাবে তাঁকে বিপদে পড়তে হল তা ভেবে এখনও শিউরে উঠছেন তিনি। তাঁর কথায়, ''তদন্ত চলছে। আশা করছি সদর্থক কিছু হবে। ওই লোকটি ধরা পড়বে। আজ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যদি ওই লোকটি ছাড়া পেয়ে যায়, অন্যদের সঙ্গেও সে এমনটা ঘটাবেই।''

এরই পাশাপাশি যেটা তাঁকে আরও বেশি ভীত করে তুলছে তা হল আশপাশের মানুষদের নিস্পৃহতা। নিজেকে আক্রান্ত বলতে রাজি নন ওই যুবতী। তাঁর মতে, যে আক্রমণ করেছিল সে নিজেই প্রবল অসহায়। তাই এমন কাজ সে করতে পেরেছে। তাঁর আর্জি, ''অন্য মহিলাদের বলতে চাই, আপনারা কেউ নিজেকে নির্যাতিতা ভাববেন না। পর্দার আড়ালে থাকার কোনও দরকার নেই। যে এমন করতে পারে, অন্যায় সে করছে এটা মাথায় রাখতে হবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত তখন সাড়ে এগারোটা। কিন্তু বেঙ্গালুরুর আইটি পার্কে সেই সময়ও বহু মানুষই রাস্তায়।
  • তবুও পথেই যৌন হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন এক যুবতী।
  • সেই সঙ্গে তাঁর দাবি, সাহায্যের জন্য আপ্রাণ চিৎকার করেও কাউকেই পাশে পাননি তিনি।
Advertisement