shono
Advertisement
Bhopal

বাড়িতেই ছাপাচ্ছিলেন তাড়া তাড়া ১০০ টাকার জাল নোট! পুলিশের জালে ডেলিভারি বয়

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৭৯, ১৮০ এবং ১৮১ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:42 PM May 04, 2025Updated: 06:23 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! স্কুটারের নম্বর প্লেট স্বচ্ছ না হওয়ায় কাগজপত্র চেক করার জন্য তা আটক করে পুলিশ। কিন্তু ঘুণাক্ষরেও বোঝা যায়নি, এর থেকে আরও বড় অপরাধের সূত্র হাতে আসতে চলেছে! ওই ডেলিভারি বয়ের কাছ থেকে বেশ কয়েকটি ১০০ টাকার জাল নোট উদ্ধার হতেই চক্ষু চড়কগাছ। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে জাল নোট তৈরির বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম জাকির খান। তিনি ভোপালের ইন্দ্রবিহার কলোনির বাসিন্দা।

Advertisement

জানা গিয়েছে, গত ২ মে একটি স্কুটারের অস্পষ্ট নম্বর প্লেট দেখে সন্দেহ হয় পুলিশের। স্কুটার চালককে দাঁড়াতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষমেশ স্কুটার-সহ ওই চালককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন। এরপরই সন্দেহ গাঢ় হয় পুলিশকর্মীদের।

তল্লাশি চালাতেই স্কুটার চালকের কাছ থেকে একই সিরিয়াল নম্বরের একাধিক ১০০ টাকার জাল নোট উদ্ধার হয়। তাঁর পকেট থেকেও বেশ কয়েকটি ১০০ টাকার জাল নোট উদ্ধার হয়। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই তাঁর বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে একটি প্রিন্টার-সহ বেশ কিছু জাল নোট বাজেয়াপ্ত করা হয়। কিছু সাদা কাগজও উদ্ধার করা হয়। কিছু সাদা কাগজের একপাশে ৫০, অন্যপাশে ১০০ টাকার নোট ছাপা অবস্থায় উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৭৯, ১৮০ এবং ১৮১ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুটারের নম্বর প্লেট স্বচ্ছ না হওয়ায় কাগজপত্র চেক করার জন্য সেটাকে আটক করে পুলিশ।
  • এরপরই ওই ডেলিভারি বয়ের কাছ থেকে উদ্ধার হস বেশ কয়েকটি ১০০ টাকার জাল নোট।
  • জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে জাল নোট তৈরির জাল নোট তৈরির বেশকিছু যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।
Advertisement