shono
Advertisement
Street Namaz

'অহেতুক বিভাজন তৈরির চেষ্টা', রাস্তায় নমাজ বিতর্কে ক্ষুব্ধ খোদ কেন্দ্রীয় মন্ত্রীই

বিজেপির অস্বস্তি বাড়ালেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।
Published By: Subhajit MandalPosted: 12:58 PM Mar 30, 2025Updated: 12:58 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় নমাজ পড়া নিয়ে যে বিতর্ক নতুন করে শুরু হয়েছে, সেটা পুরোপুরি অনভিপ্রেত, অহেতুক। সাফ বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকজনশক্তি পার্টির (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান। তিনি এনডিএ শরিক বিজেপিকে একপ্রকার নিশানা করেই  বললেন, "নমাজ নিয়ে আলোচনা করা ফালতু। ওটা একটা ফালতু ইস্যু। দেশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে।"

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের মিরাটে পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, "অনুমতি ব্যতীত রাস্তায় বসে নমাজ পড়া চলবে না। তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না।" এই নির্দেশ না মানলে কঠোর শাস্তির নিদানও দিয়েছে মিরাট পুলিশ। মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং বলছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নমাজ পড়লে পাসপোর্ট পর্যন্ত বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না।

এই নির্দেশিকার কথা প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক সংখ্যালঘুদের হেনস্তার চেষ্টা করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসওয়ান বলছেন, "পুরো বিষয়টাই ফালতু, অর্থহীন। এ নিয়ে আলোচনা হওয়াই উচিত নয়। অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে।" চিরাগের কথায়, "আমরা যখন এসব নিয়ে কথা বলা শুরু করি তখন অহেতুক ভয়ের বাতাবরণ তৈরি হয়। কোনও কারণ ছাড়াই এতে সমাজে বিভাজন তৈরি হয়। এটা পুরোটাই অর্থহীন।"

চিরাগের এই অবস্থান বিজেপির জন্য অস্বস্তির কারণ। বিহারে বিজেপির অন্যতম জোট শরিক চিরাগ। কিন্তু নমাজ নিয়ে যোগী প্রশাসনের অবস্থানের যেভাবে বিরোধিতা করলেন তিনি, সেটা ভাবাবে গেরুয়া শিবিরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাস্তায় নমাজ পড়া নিয়ে যে বিতর্ক নতুন করে শুরু হয়েছে, সেটা পুরোপুরি অনভিপ্রেত, অহেতুক।
  • সাফ বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকজনশক্তি পার্টির (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান।
  • তিনি এনডিএ শরিক বিজেপির দিকে একপ্রকার নিশানা করেই  বললেন, "নমাজ নিয়ে আলোচনা করা ফালতু। ওটা একটা ফালতু ইস্যু।"
Advertisement