shono
Advertisement

সোনিয়া গান্ধীর সঙ্গে কৈকেয়ীর তুলনা! বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

নাম না করেই রাহুল গান্ধীকেও ‘জোকার’ বলে কটাক্ষ করেন তিনি।
Posted: 02:59 PM Dec 17, 2020Updated: 02:59 PM Dec 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরাসরি নাম না করেও সোনিয়া গান্ধীর (Sonila Gandhi) সঙ্গে রামায়ণের (Ramayan) কৈকেয়ীর তুলনা করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। এক জনসভায় তিনি কটাক্ষের সুরে সকলের কাছে জানতে চান, কৈকেয়ীর পরে কোন মা নিজের ছেলেকে মসনদে বসাতে ষড়যন্ত্র করেছেন। উত্তরে জনতার মধ্যে থেকে উঠে আসে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির নাম। যা শুনে মাথা নেড়ে কার্যত সায় দেন মন্ত্রীমশাই।

Advertisement

ঠিক কী বলেছেন তিনি? ইন্দোরের ওই সভায় নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলতে থাকা বিক্ষোভ সম্পর্কে বলতে গিয়েই তিনি ওই প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, ‘‘আমি হোয়াটসঅ্যাপে একটা ফরোয়ার্ড করা মেসেজ পাই। সেখানে প্রশ্ন করা হয়েছে কৈকেয়ীর পরে কোন মা নিজের ছেলের রাজা হওয়া নিশ্চিত করতে ষড়যন্ত্র করেছেন‌?’’ প্রসঙ্গত, বাল্মীকির মহাকাব্যে কৈকেয়ীর অনুরোধে ভরতকে রাজা করেন দশরথ। সেই প্রসঙ্গ তুলেই কংগ্রেসের নেত্রীকে বিঁধলেন তিনি। 

[আরও পড়ুন: টেলিকম ক্ষেত্রকে চাঙ্গা করতে উদ্যোগ, ‘স্বচ্ছ’ পদ্ধতিতে স্পেকট্রাম নিলামে ছাড়পত্র কেন্দ্রের]

এখানেই শেষ নয়। এরই পাশাপাশি নাম না করে রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) ‘জোকার’ বলে কটাক্ষ করেন নরোত্তম। তিনি বলেন, ‘‘তাসের প্যাকেটে ক’টা তাস থাকে? উত্তর হল ৫২। এই মুহূর্তে কংগ্রেসের সাংসদও ৫২। চমকপ্রদ ব্যাপার হল, তাঁদের মধ্যেও একজনই জোকার।’’ কৃষি আইনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, ‘‘দিল্লিতে কেন প্রতিবাদ হচ্ছে? পুরনো কৃষি আইন যদি ঠিকঠাকই হত, তাহলে কেন এত বছর পরেও কৃষকদের ঋণে জর্জরিত হতে হচ্ছে? নতুন কৃষি আইন করা হয়েছে কৃষকদের উত্তরণের জন্যই।’’

কংগ্রেস মানুষকে সব সময় ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস ‘ভারত বিরোধী’ শক্তিকে সমর্থন করে, এই অভিযোগ জানিয়ে তাঁর দাবি, ‘‘প্রতিটি আন্দোলনের সময় মানুষকে ভুল বোঝায় ওরা।’’

[আরও পড়ুন: অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২৬ জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শীঘ্রই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement