সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে নেমেছিল একটি বিমান। আমেরিকায় থাকা ভারতীয় অভিবাসীদের নিয়ে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আরও দুটি বিমান নামবে সেই অমৃতসরে। আর এই বিষয়ে কেন্দ্রের 'চক্রান্তে'র অভিযোগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তাঁকে পালটা দিল বিজেপিও। সব মিলিয়ে মার্কিন মুলুক থেকে দেশে ফেরানো ভারতীয় অভিবাসীদের ইস্যু নিয়ে সরগরম পাঞ্জাবের রাজনৈতিক মহল।
শনিবারই ১১৯ জন অভিবাসীদের নিয়ে ফিরছে মার্কিন বিমান। এর আগে ২০৫ জন অভিবাসী ফিরেছিলেন প্রথম বিমানে। রবিবারও ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান নামার কথা অমৃতসরে। আর এই পরিস্থিতিতে মানের প্রশ্ন, ''ভারতীয় অভিবাসীদের নিয়ে দ্বিতীয় বিমানটিও নামতে চলেছে। বিদেশমন্ত্রককে জানাতে হবে কী কারণে অমৃতসরকেই বিমানগুলি নামানোর ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে। আপনারা এটা করছেন পাঞ্জাবকে কলঙ্কিত করার উদ্দেশ্যে। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বরাবরই পাঞ্জাবকে কলঙ্কিত করার চেষ্টা করে গিয়েছে। আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওরা পাঞ্জাবিদের কলঙ্কিত করছে। টিভিতে দেখেছেন গুজরাটের কোনও অভিবাসী এই বিষয়ে কথা বলছেন? কেবল পাঞ্জাবের তরুণদেরই দেখা যাচ্ছে।'' সেই সঙ্গেই তাঁর খোঁচা, ''একদিকে মোদি-ট্রাম্প বৈঠক করছেন, অন্যদিকে ভারতীয়দের ফেরানো হচ্ছে পায়ে শিকল পরিয়ে। এটাই কি ট্রাম্প সাহেবের উপহার?'' এই অভিযোগে বিজেপিকে চিঠিও লিখেছেন তিনি।
ভগবত মানের এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলছেন, ''পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানের উচিত এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্যই না করা। আপ নেতারা দেশের নিরাপত্তা নিয়ে ভাবিত নন। ওঁরা কেবলই রাজনীতি করে চলেন।''
এদিকে কেন অমৃতসরে বিমান নামছে তার ব্যাখ্যাও দিয়েছে পদ্ম শিবির। দলের জাতীয় মুখপাত্র আর পি সিং এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আমেরিকা থেকে ভারতে আসার ক্ষেত্রে সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দর অমৃতসরেই রয়েছে। আর সেই কারণেই অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন বিমানগুলি এখানেই নামছে। মাননীয় ভগবত মান, নিজের অজ্ঞানতার কারণে কোনও ইস্যুর রাজনীতিকরণ এবং ষড়যন্ত্র তত্ত্বের প্রচার করাটা বন্ধ করুন।'
প্রসঙ্গত, ট্রাম্পের নির্দেশ মতোই আমেরিকায় চলছে ধরপাকড়। শয়ে শয়ে ‘অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করছে মার্কিন পুলিশ। তাঁদের মধ্যে থেকেই ০৫ জন ‘অবৈধ’ ভারতীয়কে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমানে তুলে দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি সেই বিমান ভারতে এসে পৌঁছয়। এবার ফের জোড়া বিমান নামতে চলেছে অভিবাসীদের নিয়ে।
