shono
Advertisement
Haryana civic polls

হরিয়ানার স্থানীয় নির্বাচনেও বিজেপির জয়জয়কার, ভরাডুবি কংগ্রেসের, 'গড়' হারালেন হুডারা

দিকে দিকে ভরাডুবি হচ্ছে কংগ্রেসের।
Published By: Subhajit MandalPosted: 03:24 PM Mar 12, 2025Updated: 03:24 PM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভার পর এবার হরিয়ানার স্থানীয় নির্বাচনেও জয়জয়কার বিজেপির। কার্যত ভরাডুবি হল কংগ্রেসের। এমনকী হরিয়ানা কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী নেতা ভুপেন্দ্র সিং হুডা নিজের গড় রোহতকেও দলীয় প্রার্থীকে জেতাতে পারলেন না।

Advertisement

বিধানসভা ভোটের কয়েক মাস বাদেই হরিয়ানার ১০টি শহরের পুরনিগমের নির্বাচন ছিল। বুধবার ফলপ্রকাশের পর দেখা গেল, ১০টি মেয়র আসনের মধ্যে ৯টিই গিয়েছে বিজেপির দখলে। একটি আসন গিয়েছে বিজেপির বিক্ষুব্ধ নির্দলের দখলে। কংগ্রেস কোনও আসন পায়নি। বিজেপি শুধু জিতেছে তাই নয়, অধিকাংশ আসনে তাদের জয় কার্যত একপেশে। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুডার গড় হিসাবে পরিচিত রোহতকের মেয়র আসনটিও হাতছাড়া হয়েছে কংগ্রেসের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টি পুরনিগমের ৯টিতেই হয় বিজেপি জিতে গিয়েছে। নাহয় বড় ব্যবধানে এগিয়ে। ফরিদাবাদ, হিসার, রোহতক, কার্নাল, যমুনানগর, গুরুগ্রাম, মানেসরের মেয়র নির্বাচন এবং আম্বালা, সোনিপথের মেয়র পদের উপনির্বাচন হয়েছিল ২ মার্চ। পানিপথে ভোট হয়েছিল ৯ মার্চ। এর মধ্যে শুধু মানেসর ছাড়া সবকটি পুরনিগমেই জয় হয়েছে বিজেপির।

বস্তুত, হরিয়ানার স্থানীয় নির্বাচনে কংগ্রেস এতদিন নিজেদের প্রতীকে লড়ত না। নির্দলদের সমর্থন করত। এর আগে মাত্র একবার স্থানীয় নির্বাচনে হাত প্রতীক নিয়ে লড়েছে কংগ্রেস। বিজেপি অবশ্য বরাবর প্রতীকেই লড়ে আসছে। তবে এবার বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত হারের পর কংগ্রেস নিজেদের প্রতীকে স্থানীয় নির্বাচনে লড়াই করে সংগঠন ঝালিয়ে নিতে চাইছিল। কংগ্রেস পূর্ণশক্তি দিয়ে আসরে নামায় বিজেপিও ঝাঁপিয়ে পড়ে পূর্ণশক্তিতে। স্থানীয় নির্বাচনে কার্যত বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের তরফেও ভুপেন্দ্র সিং হুডা, দীপেন্দ্র সিং হুডা, শচীন পাইলটরা প্রচার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় নির্বাচনের ফলে কংগ্রেসের সংগঠনের রুগ্ন দশা প্রকাশ্যে চলে এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভার পর এবার হরিয়ানার স্থানীয় নির্বাচনেও জয়জয়কার বিজেপির।
  • কার্যত ভরাডুবি হল কংগ্রেসের।
  • এমনকী হরিয়ানা কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী নেতা ভুপেন্দ্র সিং হুডা নিজের গড় রোহতকেও দলীয় প্রার্থীকে জেতাতে পারলেন না।
Advertisement