shono
Advertisement

পাখির চোখ লোকসভা ভোট, জোরালো সংগঠনে রদবদলের সম্ভাবনা, বৈঠকে বিজেপির শীর্ষনেতৃত্ব

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার মাঝেই বাংলার শীর্ষ নেতাদের তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।
Posted: 09:34 PM Jun 30, 2023Updated: 09:34 PM Jun 30, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: পাখির চোখ লোকসভা ভোট। সংগঠনের ঝাঁকুনি দিতে তিনদিন দেশের তিনপ্রান্তে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবিরের শীর্ষনেতৃত্ব।

Advertisement

বৈঠকে রাজ্য নেতৃত্বকে আগামিদিন দায়িত্ব ও কর্তব্যের পাঠ দেবেন অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষরা। ৬ জুলাই গৌহাটির বৈঠকে তলব করা হয়েছে উত্তর পূর্বের রাজ্যের সঙ্গে বঙ্গ নেতৃত্বকে। এছাড়াও বাকি দুই বৈঠক হবে ৭ ও ৮ জুলাই দিল্লি এবং হায়দরাবাদে।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর তোড়জোড়, জওয়ানদের কাজ ঠিক করল কমিশন]

আর হাতে মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার মাঝেই বাংলার শীর্ষ নেতাদের তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। জানা গিয়েছে, আগামী ৬, ৭ ও ৮ জুলাই বিজেপির বৈঠক ডাকা রয়েছে। সমস্ত রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন শীর্ষ নেতৃত্বরা। আগামী ৬ জুলাই রাজ্যের নেতাদের নিয়ে গুয়াহাটিতে বৈঠকে বসবে শীর্ষ নেতৃত্বরা। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হয়, তারপরেই বিজেপির সাংগঠনিক পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে। মূলত বিজেপির সাংগঠনিক রদবদলের লক্ষ্যেই দেশের সব রাজ্যকে নিয়ে বৈঠকে বসছে কেন্দ্রীয় নেতৃত্ব।

গোটা দেশকে তিনটি জোনে ভাগ করে তিন জায়গায় হবে বৈঠক। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ১২টি রাজ্যকে নিয়ে বৈঠকে বসবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠক হবে অসমের গুয়াহাটিতে। ৭ জুলাই উত্তর ও মধ্য ভারতের ১৪টি রাজ্যের নেতৃত্বকে নিয়ে দিল্লির কেন্দ্রীয় দপ্তরেই বৈঠক ডাকা হয়েছে। ৮ জুলাই দক্ষিণ ভারতের ১১টি রাজ্যের নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠক হবে হায়দরাবাদে। আগামী ৩ জুলাই মন্ত্রিসভার বৈঠক। এরপরই মন্ত্রিসভা ও সংগঠনে রদবদলের পথে হাঁটতে পারে গেরুয়া শিবির। ওইদিনই মন্ত্রীদের সঙ্গে বৈঠকে রদবদলের সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: কবাডিতে ফের এশিয়া সেরার শিরোপা, ইরানকে উড়িয়ে অষ্টমবার খেতাব জয় ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement