shono
Advertisement
Bomb threat

দুর্ঘটনার দিনেই বোমাতঙ্ক রেলে! জম্মু-যোধপুর এক্সপ্রেস থামিয়ে তল্লাশি, জড়াল বাংলার নাম

ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ক্সোয়াড, চিকিৎসকদের দল।
Published By: Kishore GhoshPosted: 03:50 PM Jul 30, 2024Updated: 03:59 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে ভারতীয় রেল (Indian Rail)। আবারও মন্দ ঘটনা। তবে দুর্ঘটনা নয়, যোধপুরগামী ‘তাউই-ভগৎ কি কোঠি’ এক্সপ্রেসে বোমা রয়েছে বলে হুমকি ফোন এল এবার। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কাসু বেগু স্টেশনে ট্রেন থামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত বোমার খোঁজ মেলেনি। যোধপুরগামী ট্রেনে বোমাতঙ্কে জড়িয়েছে বাংলার নাম।

Advertisement

ট্রেনে বোমা আছে বলে হুমকি ফোন আসে পুলিশের কাছে। যোধপুরগামী এক্সপ্রেস তখন ছিল ফিরোজপুরের কাছে। দ্রুত ফিরোজপুর থেকে ১০ কিলোমিটার আগে কাসু বেগু স্টেশনে ট্রেন থামায় পুলিশ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে তল্লাশি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বম্ব স্কোয়াড ছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে পৌঁছেছে দমকল এবং চিকিৎসকদের একটি দল।

 

[আরও পড়ুন: কথা রেখেছেন দেব, জানেন ভোটে জেতার পর কটা গাছ পুঁতেছেন ঘাটালের তারকা সাংসদ?]

পুলিশ জানিয়েছে, একটি অজানা নম্বর থেকে রেল মদত অ্যাপের মাধ্যমে ট্রেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সাধারণত যাত্রীরা রেল পরিষেবা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে ওই অ্যাপ ব্যবহার করে থাকেন। ফোন নম্বর খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, হুমকি ফোন যে নম্বর থেকে এসেছে, সেটি পশ্চিমবঙ্গের এক ব্যক্তির নামে নথিবদ্ধ। কে বা কারা এই নাশকতার হুমকি দিচ্ছে, হুমকি ভুয়ো কি না— সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় আহত বাংলার বহু, পুরুলিয়া থেকে গেল উদ্ধারকারী দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রেনে বোমাতঙ্কের হুমকি আসে পুলিশের কাছে।
  • একটি অজানা নম্বর থেকে রেল মদত অ্যাপের মাধ্যমে ট্রেন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে
Advertisement