shono
Advertisement
Punjab

এবার ১১ বছরের বালককে ছিঁড়ে খেল কুকুরের দল, সারমেয় আতঙ্কে পাঞ্জাবের গ্রাম

এই গ্রামে দিন কয়েক আগে আরও এক বালকের মৃত্যু হয়েছে পথকুকুরের হামলায়।
Published By: Kishore GhoshPosted: 05:08 PM Jan 12, 2025Updated: 05:08 PM Jan 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদল পথকুকুরের হামলায় পাঞ্জাবের গ্রামে মৃত্যু হল ১১ বছরের এক বালকের। মর্মান্তিক ঘটনাটি শনিবারের। লুধিয়ানার ওই গ্রাম দিন কয়েক আগে ১০ বছরের এক বালককে ছিঁড়ে খায় একদল পথকুকুর। ফের একই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। একাধিক দাবিতে পথ অবরোধ করেন তাঁরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে ১১ বছরের হরসুখপ্রীত সিংয়ের। লুধিয়ানার গ্রামে বাড়ির কাছেই খেলছিল বালকটি। তখনই তার উপর হামলে পড়ে রাস্তার একদল কুকুর। চিৎকার শুনে হরসুখপ্রীতের বাবা-মা এবং প্রতিবেশীরা ছুটে আসেন। কুকুরগুলিকে তাড়িয়ে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রক্তাক্ত বালককে। যদিও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অল্প সময়ে পথকুকুরের হামলায় দুটি বালকের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে। শনিবারের ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফিরোজপুর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। তাঁরা অভিযোগ করেন, গ্রামে ভাগাড় থাকায় কুকুরের উপদ্রব ক্রমশ বাড়ছে। গ্রামবাসীদের দাবি, এলাকা থেকে ভাগাড়টিকে সরাতে হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে ১১ বছরের হরসুখপ্রীত সিংয়ের।
  • অল্প সময়ে পথকুকুরের হামলায় দুটি বালকের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
Advertisement