shono
Advertisement

ভারতের চাপে পূর্ণম সাউকে মুক্তি দিল পাকিস্তান, দেশে ফিরলেন হুগলির জওয়ান

পহেলগাঁও হামলার পরদিন থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন পূর্ণম।
Published By: Tiyasha SarkarPosted: 11:36 AM May 14, 2025Updated: 12:45 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হল পাকিস্তান। ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। বুধবার সকাল ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০ টায় আটারি বর্ডার থেকে দেশে প্রবেশ করেন তিনি। জানা যাচ্ছে, সুস্থ রয়েছেন পূর্ণম। 

Advertisement

 

পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিলই। ৭ মে অপারেশন সিঁদুরের পর কার্যত স্বামী ফেরার আশাই ছেড়েছিলেন রজনী। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং চলছিলই। কিন্তু সমাধানসূত্র মিলছিল না। বুধবার সকালেও ফ্ল্যাগ মিটিং হয়। ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় শরিফের দেশ। এরপরই পূর্ণমকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তাঁরা। এদিন সকাল সাড়ে দশটায় পাঞ্জাবের আটারি সীমান্ত থেকে দেশে প্রবেশ করেছেন হুগলির জওয়ান।

জানা গিয়েছে, এবার তাঁর শারীরিক পরীক্ষা হবে। সব ঠিক থাকলেই যত দ্রুত সম্ভব বাড়িতে পাঠানো হবে পূর্ণমকে। প্রসঙ্গত, ভুলবশত অন্য দেশের ভূখণ্ডে সেনা ঢুকে পড়তে নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হয় তাঁকে। কিন্তু এক্ষেত্রে নিয়ম তো মানেইনি, উলটে একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পরও পাক সেনারা তাঁকে ছাড়তে রাজি হচ্ছিল না। যা মোটেই ভালোভাবে নেয়নি ভারত। এদিন সাফ জানানো হয়েছে, পরবর্তীতে এহেন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হল পাকিস্তান।
  • ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ।
  • বুধবার সকাল ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০ টায় আর্টারি সীমান্ত থেকে দেশে প্রবেশ করলেন তিনি।
Advertisement