shono
Advertisement

‘অন্যের দোষ না ধরে নিজেদের ভুলগুলো শুধরোক ওরা’, মমতার সুরেই কংগ্রেসকে বিঁধলেন মায়াবতী

রাহুলের অভিযোগের পালটা দিলেন বর্ষীয়ান নেত্রী।
Posted: 01:42 PM Apr 10, 2022Updated: 01:43 PM Apr 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জোট করুন। আপনিই মুখ্যমন্ত্রী হবেন। সাড়াই দেননি বহেনজি। কেন? সিবিআই… ইডি… পেগাসাস…” সদ্যসমাপ্ত উত্তরপ্রদেশ নির্বাচনে (UP election 2022) কার্যত নিষ্ক্রিয় ছিলেন মায়াবতী (Mayawati)। নিজেদের মতো করে তার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অনেকে। শনিবার বর্ষীয়ান নেত্রীর নিষ্ক্রিয়তা প্রসঙ্গে তাঁকে আক্রমণ করলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এরপরই তাঁকে পালটা আক্রমণ করতে দেখা গেল মায়াবতীকে। প্রসঙ্গত, এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। সেই সুরই বিএসপি নেত্রীর গলাতেও। 

Advertisement

ঠিক কী বলেছিলেন রাহুল? জওহর ভবনে ‘দ্য দলিত ট্রুথ’ নামক বইয়ের উদ্বোধনে এসে রাহুল বলেন, “আপনারা দেখেছেন মায়াবতীজি নির্বাচনে লড়লেনই না। আমরা ওঁর সঙ্গে যোগাযোগ করেছিলাম। জোট করতে, ওঁকে মুখ্যমন্ত্রী করতেও রাজি ছিলাম। অথচ উনি সাড়াই দেননি। কাশীরামজি উত্তরপ্রদেশে দলিতদের অধিকার জন্য লড়েছিলেন। কংগ্রেসের ক্ষতি হয়েছিল ঠিক, কিন্তু আমরা সেই লড়াইকে সম্মান করি। অথচ মায়াবতীজি বলছেন সেই রোধ হয়ে যাওয়া কণ্ঠস্বর তুলে ধরবেন না। ফাঁকা জমি ছেড়ে দিলেন। কেন? সিবিআই, ইডি, পেগাসাস।” আরও বলেন, “প্রকাশ্যে বলছি, আমি যদি কখনও এক টাকারও দুর্নীতি করতাম, তাহলে আজ মঞ্চে দাঁড়িয়ে এই ভাষণ দিতে পারতাম না। কোণের দিকে চুপচাপ বসে থাকতে হত।”

[আরও পড়ুন: ‘মরলেও কাউকে জানাবি না, সবাই লুটেপুটে খাবে’, মায়ের পরামর্শ মেনেই ৬ মাস ধরে দেহ আগলে মেয়ে]

এর জবাবেই মুখ খুলেছেন মায়াবতী। তাঁর কথায়, ”রাজীব গান্ধী বহুজন সমাজ পার্টিকে বদনাম করতে গিয়ে বলেছিলেন, কাঁসিরাম একজন সিআইএ এজেন্ট ছিলেন। এবার ওঁর ছেলে আরও একধাপ এগিয়ে গিয়ে মিথ্যে অভিযোগ এনে বলছেন, আমি বিজেপির কেন্দ্রীয় সংস্থাগুলিকে ভয় পাই। এর মধ্যে একবিন্দুও সত্যতা নেই।” তিনি কংগ্রেসের সঙ্গে জোট গড়তে চাননি, সেই অভিযোগকেও নস্যাৎ করে দিয়েছেন মায়াবতী।

পাশাপাশি মায়াবতীই যে কার্যত বিজেপিকে উত্তরপ্রদেশে মসৃণ জয় পাওয়ার পথ করে দিয়েছেন, কংগ্রেসের এহেন অভিযোগকেও উড়িয়ে দিয়েছেন নেত্রী। উলটে কংগ্রেসকেই তোপ দেগে তিনি বলেছেন, ”কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াইয়ে চরম ব্যর্থ। বিজেপির বিরুদ্ধে ওদের কী রেকর্ড, সেটা ওদের খতিয়ে দেখা উচিত, খামোখা বিএসপির দিকে আঙুল না তুলে। অন্য কারওকে কাঠগড়ায় তোলার আগে নিজেদের দিকে তাকাক ওরা। নিজেদের ঘরটা ঠিক করে আগে সাজাক। বিচার করুক নিজেদের ভুলত্রুটিগুলো।”

[আরও পড়ুন: ম্যাচ শেষে মেজাজ হারিয়ে ভক্তের ফোনই ভেঙে দিলেন রোনাল্ডো! ভিডিও ভাইরাল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement