সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ১২। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ১৮ থেকে ১৯ জন যাত্রী নিয়ে বাসটি নৈনিতালের রামনগর থেকে আলমোরার দ্বারহাটার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ভিকিয়াসৈন এলাকার কাছে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যাই। উদ্ধারকাজে সাহায্য় করতে আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছ'জনের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, 'এই ঘটনায় আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।'
