shono
Advertisement

Breaking News

RG Kar Victim

'ধৈর্য ধরুন, সুবিচার মিলবেই', আশ্বাস দিয়েছেন CBI ডিরেক্টর, দাবি অভয়ার বাবার

সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গে দেখা করবেন তাঁরা।
Published By: Paramita PaulPosted: 05:07 PM Feb 27, 2025Updated: 05:24 PM Feb 27, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন অভয়ার বাবা-মা। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের সঙ্গে। বৃহস্পতিবার দিল্লির সিবিআই দপ্তর থেকে বেরিয়ে অভয়ার বাবার দাবি, সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন সিবিআই ডিরেক্টর। তবে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গে দেখা করবেন তাঁরা।

Advertisement

এদিন সকাল ৭টা ১০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেন আর জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। তাঁদের অভিযোগ, “সিবিআই তদন্তই করছে না। তার সবচেয়ে বড় প্রমাণ, এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি। সুবিচার চাইব আমরা। তদন্ত যাতে ঠিকমতো হয় সেই আবেদন করব।” কথা ছিল, দিল্লিতে এসে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সময় চেয়ে তাঁরা ইমেলও করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু ব্যস্ত রয়েছেন। সময় দিতে পারবেন না।

এসেই সিবিআই দপ্তরে যান। ডিরেক্টরের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে 'অভয়া'র বাবা বলেন, "সিবিআইয়ের ডিরেক্টর আমাদের কথা শুনেছেন। উনি বলেন, ন্যায়বিচার মিলবে। তদন্ত সঠিক পথেই এগোবে। তবে ধৈর্য ধরতে হবে।" ধৈর্য ধরতে রাজি পরিবার। তবে এর শেষ দেখে ছাড়বেন বলেও জানান তিনি।

তাৎপর্যপূর্ণভাবে এদিনই আর জি করে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার তদন্ত এখনও শেষ করতে না পারায় সিবিআইকে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আর জি করে আজ অবধি ফয়সালা করতে পারেনি, লজ্জা করে না!” আরও বলেন, “ভোট আসলেই চার্জশিট দেয়। ওদের (বিজেপি) টাকা আর এজেন্সির জোর আছে তাই মিথ্যা কেস দেয়।” একইদিনে সিবিআই ডিরেক্টরের সঙ্গে অভয়ার বাবা-মার দেখা করা বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন অভয়ার বাবা-মা।
  • বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের সঙ্গে।
  • অভয়ার বাবার দাবি, সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন সিবিআই ডিরেক্টর।
Advertisement