সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী মোবাইল যোজনা। কেন্দ্রের নয়া প্রকল্পের আওতায় দেশের সমস্ত মহিলা এবং ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোবাইল প্রদান করা হবে। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। তারপরই হইচই পড়ে গিয়েছিল। আশার আলোয় বুক বেঁধেছিলেন নিম্নবিত্তরা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলল মোদি সরকার। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। প্রতারকদের নয়া ফাঁদে কেউ যেন পা না দেন, তার জন্যও সতর্ক করেছে মোদি সরকার।
ভাইরাল ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অনলাইনে কেবল একটি ফর্ম পূরণ করলেই নাগরিকদের হাতে বিনামূল্যে মোবাইল ফোন তুলে দেবে কেন্দ্র। নয়া এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মোবাইল যোজনা। মহিলা এবং ছাত্রছাত্রীদের সহায়তা করতেই এই প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার। ইউটিউব, ফেসবুক-সহ একাধিক সমাজমাধ্যমে ভুয়ো এই বিক্ষপ্তিটি ছড়িয়ে পড়ে। কীভাবে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে তা-ও সেখানে বলা হয়। বিজ্ঞপ্তির নিচেই একটি একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলেই একটি ফর্ম খুলে যাচ্ছে। সেখানে ব্যক্তিগত সমস্ত তথ্য এবং আধার কার্ডের নম্বর ভরলেই কিছুদিনের মধ্যে মোবাইল বাড়িতে চলে আসবে বলে দাবি করা হচ্ছে ওই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়তেই বিভ্রান্তি তৈরি হয়। তবে বিনামূল্যে মোবাইল পাওয়ার কথা শুনে আশায় বুক বাঁধে নিম্নবিত্তদের একাংশ। এই পরিস্থিতিতে মুখ খুলল মোদি সরকার। জানানো হয়েছে, নাগরিকদের বিনামূল্যে স্মার্টফোন বিতরণের জন্য এরকম কোনও প্রকল্প চালু করা হয়নি। এটি সম্পূর্ণ ভুয়ো এবং সাইবার অপরাধীদের নতুন প্রতারণার জাল। এরকম লিঙ্কে ক্লিক করলে মুহূর্তেই খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
