shono
Advertisement

বিশেষ অধিবেশনের আগের দিনই সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের, কী আলোচনা হতে পারে?

নতুন সংসদ ভবনে প্রথমবার বসতে চলেছে অধিবেশন।
Posted: 02:38 PM Sep 13, 2023Updated: 03:52 PM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর সর্বদল বৈঠক (All Party Meet) ডাকল কেন্দ্র সরকার। পরের দিন থেকেই শুরু হবে সংসদের বিশেষ অধিবেশন। নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের আগেই সর্বদল বৈঠকের ডাক দিল মোদি সরকার। সূত্রের খবর, বিশেষ অধিবেশনের আলোচ্য বিষয়বস্তু নিয়েই কথা হতে পারে এই সর্বদল বৈঠকে। 

Advertisement

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। স্বাভাবিকভাবেই ওই অধিবেশন ঘিরে জল্পনা-কল্পনার অন্ত নেই। কখনও শোনা যাচ্ছে, ওই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে। কখনও শোনা যাচ্ছে ওই বিশেষ অধিবেশনে দেশের নামবদল নিয়ে আলোচনা হতে পারে।

[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]

এই অধিবেশন ডাকা নিয়ে একাধিকবার তোপ দেগেছে বিরোধীরা। অধিবেশন ডাকার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরে আলোচ্য বিষয়বস্তু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। বিশেষ অধিবেশনে আলোচনার জন্য মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে অর্থনীতি নিয়ে আলোচনা করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য এবং কৃষকদের সমস্যা নিয়ে কথা বলতে হবে, আদানি (Gautam Adani) মামলায় যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি নিয়ে চর্চা করতে হবে, মণিপুরের পরিস্থিতিতে আলোকপাত করতে হবে, হরিয়ানার মতো রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির আবহ নিয়ে আলোচনা করতে হবে, চিনা আগ্রাসন নিয়ে সরকারের অবস্থান জানাতে হবে, দ্রুত জাতি সমীক্ষা নিয়ে কথা বলতে হবে, কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে আলোকপাত করতে হবে এবং বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে। 

বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করে জানান, ১৭ সেপ্টেম্বর সর্বদল বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 

[আরও পড়ুন: সাইকেলে চেপেই হজ যাত্রা, বয়সকে হার মানিয়ে চমকে দিলেন মুর্শিদাবাদের প্রৌঢ়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement