shono
Advertisement
waqf

'স্থগিতাদেশ দেওয়ার অধিকার নেই', ওয়াকফ নিয়ে হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে বলে দাবি কেন্দ্রের।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:58 PM Apr 25, 2025Updated: 06:23 PM Apr 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্র। সেখানে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মোদি সরকার। এদিন শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, নয়া ওয়াকফ সংশোধনী আইনের উপর কোনওরকম স্থগিতাদেশ দেওয়া হলে কেন্দ্র তার বিরোধীতা করবে। তাছাড়া সংসদ প্রণীত আইনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো হলে, তা ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করার চেষ্টা বলেই গন্য করা হবে।

Advertisement

সংসদে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা এই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন। একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। বিতর্কের মধ্যে পরবর্তী শুনানী পর্যন্ত ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের নেওয়ার ব্যাপারে এই আইনের উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়ার কথা জানায় শীর্ষ আদালত।

এরপরই বিচারব্যবস্থাকে নিশানা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।  বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচারব্যবস্থাকে তীব্র আক্রমণ করেন। সেসময় তিনি বলেছিলেন, “সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চাইছে। তাহলে সংসদের কী প্রয়োজন? সংসদ বন্ধ করে দিলেই হয়।” এই আবহে ওয়াকফ সংশোধনি আইন নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের হলফনামা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে ৫ মে অন্তর্বর্তী আদেশ দেওয়ার বিষয়ে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংশোধীত ওয়াকাফ আইন নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্র।
  • সেখানে তারা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
  • সংসদে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে।
Advertisement