shono
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করলে কি পাশে থাকবে জনতা?

প্রশ্নের উত্তর কিন্তু চমকে যাওয়ার মতো! The post প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করলে কি পাশে থাকবে জনতা? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 PM Dec 28, 2016Updated: 03:15 PM Dec 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নোট বাতিলের সিদ্ধান্তকে তুঘলকি বলে রে রে করে উঠেছে বিরোধীরা৷ দল ও দেশের উপর স্বৈরতন্ত্র জারি করেছেন বলেও অভিযোগ৷ এমনকী কেন্দ্রে বোবা-কালার সরকার চলছে বলেও আসছে খোঁচা৷ কিন্তু কোনও বিরুদ্ধমতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাতে ভাগ বসাতে পারেনি৷ সম্প্রতি তা টের পেলেন লেখক চেতন ভগত৷

Advertisement

৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে অনেকেই অসংবিধানিক বলে ব্যাখ্যা করেছেন৷ সাধারণ মানুষের ভোগান্তিকে হাতিয়ার করে জাতীয় রাজনীতিতে সরব বিরোধীরা৷ কিন্তু এ মধ্যেই আশ্চর্য সহিষ্ণুতার পরিচয় দিয়েছে জনতা৷ সমস্ত ভোগান্তি সত্ত্বেও প্রধানমন্ত্রীর পাশেই থেকেছে আম জনতা৷ কেননা দেশকে দুর্নীতিমুক্ত করার যে আহ্বান জানিয়েছেন তিনি, তাতে পুরোপুরি সায় আছে সাধারণ মানুষের৷ এর আগেও একাধিক সমীক্ষায় স্পষ্ট হয়েছে সে ছবি৷ নোট বাতিলের পর থেকে প্রায় ৫০ দিন পেরতে চলেছে৷ পরিস্থিতির চাপে পড়ে একাধিকবার সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ তাতে সাময়িক হেনস্তার মুখে পড়তে হয়েছে আম আদমিকে৷ কিন্তু সহিষ্ণুতা বিন্দুমাত্র টলেনি৷ সম্প্রতি তা বুঝতে পারলেন লেখক চেতন ভগত৷ টুইটার পোলে তিনি জানতে চেয়েছিলেন, মোদিকে নেতা রাখতে গিয়ে যদি গণতন্ত্রে সমঝোতা করতে হয়, তবে কি মানুষ রাজি হবেন৷ দেখা গিয়েছে, ৫৫ শতাংশ মানুষ নেতা মোদিকেই দেখতে চেয়েছেন৷ এবার আরও খোলসা করে তিনি প্রশ্ন রেখেছিলেন, ধরা যাক, মোদি দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হল, তাহলেও কি মানুষ মোদির পাশে থাকবেন? এবারের উত্তরও চমকে দেওয়ার মতো৷ ৫৭ শতাংশ মানুষ সায় দিয়ে জানিয়েছেন মোদিকেই সমর্থন করবেন তাঁরা৷

নোট বাতিলের পর পরিস্থিতি স্বাভাবিক হতে ৫০ দিন সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তা শেষ হওয়ার মুখে৷ কাজেই বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে মোদিকে কোণঠাসা করতে কোমর বেঁধেছে৷ কিন্তু দেখা গেল সাধারণ মানুষের তাতে কোনও হেলদোল নেই৷ হাজার ভোগান্তিতেও মোদির জনপ্রিয়তাতে টোল খায়নি৷

The post প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করলে কি পাশে থাকবে জনতা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement